গণ–অবস্থান কর্মসূচির সময় পরিবর্তন করেছে বিএনপি

বিএনপির লোগো । ছবি: সংগৃহীত

১১ জানুয়ারি বিএনপি ঘোষিত গণ–অবস্থান কর্মসূচির সময় পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত সময় অনুযায়ী, ওই দিন বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত টানা চার ঘণ্টা গণ–অবস্থান কর্মসূচি পালন করা হবে। বর্তমান সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে এই কর্মসূচি পালন করবে বিএনপি।

গত ৩০ ডিসেম্বর গণমিছিল–পূর্ব সমাবেশ থেকে গণ–অবস্থান কর্মসূচি ঘোষণা করেছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। ঘোষিত সময় অনুযায়ী, ১১ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত গণ–অবস্থান কর্মসূচি পালিত হওয়ার কথা ছিল। পরিবর্তিত সময় অনুযায়ী এক ঘণ্টা পরে কর্মসূচি শুরু হবে।

আজ রোববার গণ–অবস্থান কর্মসূচির পরিবর্তিত সময়সূচি জানিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা সৈয়দ এমরান সালেহ। তিনি বলেছেন, বুধবার দেশব্যাপী ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, ফরিদপুর ও কুমিল্লায় এ কর্মসূচি পালিত হবে।

গণ–অবস্থান কর্মসূচি সফল করতে ইতিমধ্যে কেন্দ্র থেকে বিভাগভিত্তিক সমন্বয় টিম গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সৈয়দ এমরান সালেহ। তিনি বলেছেন, সমন্বয় টিম নিজ নিজ বিভাগে সংশ্লিষ্ট নেতা এবং জেলা, মহানগর ইউনিটের নেতাদের সমন্বয়ে বৈঠক করে সার্বিক প্রস্তুতি গ্রহণ করছেন। দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যসহ জ্যেষ্ঠ নেতারা বিভাগীয় সদরে গণ–অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেবেন।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.