আওয়ামী লীগের যুগ্ম ও সাংগঠনিক সম্পাদকদের মধ্যে বিভাগীয় দায়িত্ব বণ্টন

আওয়ামী লীগ লোগো

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের মধ্যে দেশের আট বিভাগের দায়িত্ব বণ্টন করা হয়েছে। দুটি করে বিভাগের দায়িত্ব পড়েছে দলের চার যুগ্ম সাধারণ সম্পাদকের ওপর। একই সঙ্গে প্রতিটি বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে একজন করে সাংগঠনিক সম্পাদককে।

আজ রোববার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সাংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

চার যুগ্ম সাধারণ সম্পাদকের মধ্যে রংপুর ও রাজশাহী বিভাগের দায়িত্ব পেয়েছেন হাছান মাহমুদ। মাহবুব উল আলম হানিফ পেয়েছেন সিলেট ও চট্টগ্রাম বিভাগের দায়িত্ব। আ ফ ম বাহাউদ্দিন নাছিম দলের হয়ে পালন করবেন খুলনা ও বরিশাল বিভাগের দায়িত্ব। আর দীপু মনি পেয়েছেন ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দায়িত্ব।

দলটির আট সাংগঠনিক সম্পাদকের মধ্যে আহমদ হোসেন সিলেটের, বি এম মোজাম্মেল হক খুলনার, আবু সাঈদ আল মাহমুদ স্বপন চট্টগ্রামের, এস এম কামাল হোসেন রাজশাহীর, মির্জা আজম ঢাকার, আফজাল হোসেন বরিশালের, শফিউল আলম চৌধুরী নাদেল ময়মনসিংহের ও সুজিত রায় নন্দী রংপুর বিভাগের দায়িত্ব পেয়েছেন।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.