শীতের কারণে স্কুল বন্ধ ঘোষণা দিল্লিতে

কনকনে শীতে নাকাল দিল্লিবাসী

কনকনে শীতে কাঁপছে ভারতের রাজধানী দিল্লি। হাড়কাঁপানো বাতাস আর ঘন কুয়াশায় যেন টেকা দায়। এমন পরিস্থিতিতে দিল্লির সব বেসরকারি স্কুল ১৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে সরকার। সরকারি স্কুলগুলোও একই দিন পর্যন্ত বন্ধ থাকবে। খবর এনডিটিভির

দিল্লির বেসরকারি স্কুলগুলোয় রোববার শেষ হয়েছে শীতের ছুটি। আগামীকাল সোমবার থেকে স্কুলগুলো খোলার কথা ছিল। এরই মধ্যে রোববার দিল্লির শিক্ষা অধিদপ্তরের এক সার্কুলারে বলা হয়, ‘দিল্লিতে চলমান শৈত্যপ্রবাহের কারণে ১৫ জানুয়ারি পর্যন্ত সব বেসরকারি স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলো।’

কয়েক দিন ধরেই দিল্লিসহ এর আশপাশের এলাকার তাপমাত্রা কমছিল। তবে রোববার শীতের প্রকোপ ছিল সবচেয়ে বেশি। সকালে সফদারজং আবহাওয়া কেন্দ্রে দিল্লির তাপমাত্রা রেকর্ড করা হয় ১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গত ১০ বছরে এটা দিল্লির দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে ২০২১ সালের রাজধানীর তাপমাত্রা ছিল ১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

হাড়কাঁপানো ঠান্ডার সঙ্গে ঘন কুয়াশায় দিল্লির বাতাসের গুণমানও অত্যন্ত খারাপ পর্যায়ে পৌঁছেছে। রোববার রাজধানীর বাতাসের গুণমান সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স) ৩৫৯, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

এদিকে শৈত্যপ্রবাহের কারণে ঘন কুয়াশায় সংকটে দিল্লির যোগাযোগব্যবস্থা। বাধা পড়েছে সড়ক, রেল ও উড়োজাহাজ চলাচলে। বার্তা সংস্থা এএনআইয়ের খবরে বলা বলেছে, রোববার সকাল ছয়টা পর্যন্ত দিল্লি থেকে কোনো উড়োজাহাজ ছেড়ে যায়নি। আর কুয়াশার কারণে দেরিতে ছেড়েছে ৪২টি ট্রেন।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.