৭ মার্চ উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসনের দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচি শুরু হবে ৭ মার্চ সকাল ৯টায় জেলা শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার মধ্য দিয়ে। দিবসটি উপলক্ষে ‘মুজিব আমার পিতা’ চলচ্চিত্রটি প্রদর্শন করা হবে।

দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে বিভাগীয় কমিশনারসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তর, মহানগর ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, সর্বস্তরের জনসাধারণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। 

জেলা প্রশাসনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দিবসের অন্যান্য অনুষ্ঠানের মধ্যে রয়েছে শিল্পকলা একাডেমিতে আবৃত্তি, দেশাত্ববোধক গান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। শিশু একাডেমিতে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

পরে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের তত্ত্বাবধানে নগরের ডিসি হিল, সিআরবি, টাইগারপাস মোড় ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে প্রামাণ্যচিত্র, আলোকচিত্র ও ৭ মার্চের ভাষণ প্রচার করা হবে।

এছাড়া ওইদিন সকাল ১০টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে বঙ্গবন্ধুর প্রতি স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। একইসাথে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। পরে একই স্থানে ‘মুজিব আমার পিতা’ চলচ্চিত্রটি প্রদর্শন করা হবে।

দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজনে অংশ নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান। 

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.