বিস্ফোরণে কেঁপে উঠলো গুলিস্তান : এলাকাজুড়ে আতঙ্ক

ধ্বংসস্তূপের ভেতর উদ্ধার কাজ চালাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা

রাজধানীর গুলিস্তানে বিআরটিসি কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণে ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ও পুলিশ কাজ করছে। অন্যদিকে বিস্ফোরণের ঘটনায় আশপাশের লোকজনের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটায় গুলিস্তানের এ ঘটনা ঘটে। 

 ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, গুলিস্তানের ফুলবাড়িয়ায় সাততলা একটি ভবনের প্রথম ও দ্বিতীয়তলায় উদ্ধার কাজ চলছে। তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এসময় ভবনের বিভিন্ন অংশ ভেঙে পড়ে। আহতদের বেশিরভাগই পথচারী। বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। 

ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বলেন, বিস্ফোরণের পর ভবন থেকে আটজনকে জীবিত উদ্ধার করেছে। খবর পেয়ে বিকেল ৪টা ৫৭ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের সদস্যরা।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেছেন, বিস্ফোরণে ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক ব্যক্তি। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। 

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.