ব্রাজিল-আর্জেন্টিনার মতো খেলা হবে, আপনারা প্রস্তুত থাকেন: ওবায়দুল কাদের

কুমিল্লা লালমাই উপজেলার বাগমারা উচ্চবিদ্যালয় মাঠে আওয়ামী লীগের সম্মেলনে অতিথিরা। আজ বৃহস্পতিবার বিকেলে। ছবি: প্রথম আলো

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ফুটবল বিশ্বকাপের মতো এ মাসে রাজনীতির মাঠেও খেলা হবে। এ জন্য নেতা-কর্মীদের প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চ্যুয়ালি যোগ দিয়ে উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘ডিসেম্বর মাস। খেলা হবে, খেলা হবে, খেলা হবে। কুমিল্লা খেলবে। সামনে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল। আর্জেন্টিনা খেলবে, ব্রাজিল খেলবে। সবাই প্রস্তুত থাকেন। রাজনীতির মাঠেও খেলা হবে। খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে, নাশকতার বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, ভোট ডাকাতির বিরুদ্ধে, ভুয়া ভোটারের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতা ও অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে। কুমিল্লাবাসী, আপনারা তৈরি থাকেন।’

কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উচ্চবিদ্যালয় মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উচ্চবিদ্যালয় মাঠে দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এবং বিশেষ অতিথি ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। এতে বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ, স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম, কেন্দ্রীয় নেতা সুজিত রায় নন্দী, আবদুস সবুর, সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী, আবুল হাসেম খান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা প্রমুখ।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.