স্থপতি ইমতিয়াজ হত্যা মামলায় গ্রেপ্তার ৩ জন

প্রকৌশলী ইমতিয়াজ হত্যায় জড়িত তিনজন গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। ছবি: সংগ্রহীত

স্থপতি ইমতিয়াজ হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার বিকেলে মুন্সিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রহিমা আক্তার এই আদেশ দেন।

এই মামলার গ্রেপ্তার আসামিরা হলেন—মো. মিল্লাদ হোসেন মুন্না (১৯), মো. আনোয়ার হোসেন (৩৮) ও এহসান (২৩)।

আদালতে হাজির করা হলে সন্ধ্যায় এহসান ওরফে মেঘের ১৬৪ ধারার জবানবন্দি গ্রহণ শেষে আদালতের বিচারক রহিমা আক্তার তাদের তিনজনকে কারাগারে প্রেরণের আদেশ দেন। 

মুন্সিগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি আবুল কালাম আজাদ জানান, গতকাল রোববার তাঁদের সিরাজগঞ্জ, ঢাকা ও নারায়ণগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। সন্ধ্যায় এহসান ওরফে মেঘের ১৬৪ ধারার জবানবন্দি গ্রহণ করার পর বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, তেজগাঁওয়ের বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গত ৭ মার্চ নিখোঁজ হন প্রকৌশলী ইমতিয়াজ মোহাম্মদ ভূঁইয়া। এর পরের দিন ৮ মার্চ তার স্ত্রী ফাহামিদা আক্তার কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওই দিন মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার চিত্রকোট ইউনিয়নের কামারকান্দা গ্রামের নবাবগঞ্জ হাইওয়ে রোডের পাশের ঝোপ থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়।

উদ্ধারের পর দিন আইনি প্রক্রিয়া শেষে লাশটি আঞ্জুমান মুফিদুলে হস্তান্তর করা হয়। ৯ মার্চ বেওয়ারিশ হিসেবে লাশটি মুন্সিগঞ্জ পৌরসভা কবরস্থানে দাফন করা হয়। এরপর ২১ মার্চ (মঙ্গলবার) বেলা সাড়ে ৩টার দিকে কবর থেকে মরদেহ উত্তোলনের পর শনাক্ত করেন তাঁর স্ত্রী ফাহমিদা আক্তার ও স্বজনেরা। এ ঘটনায় সিরাজদিখান থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা হয়।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.