শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তির দাবিতে চট্টগ্রামে বন্ধুসভার মানববন্ধন

প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা প্রত্যাহার এবং শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে প্রথম আলো বন্ধুসভা চট্টগ্রাম।

শুক্রবার (৩১ মার্চ) বেলা ১১টার দিকে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে প্রথম আলো চট্টগ্রাম কার্যালয়ের কর্মীর পাশাপাশি সাংবাদিক, বিভিন্ন সংগঠনের নেতারা এবং বন্ধুসভার বন্ধুরা অংশ নেন।

এসময় তাদের হাতে ‘ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করো’, ‘সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করো’, ‘সাংবাদিক শামসুজ্জামান শামসের বিরুদ্ধে মামলা বাতিল করে নিঃশর্ত মুক্তি দাও’—লেখাসংবলিত প্ল্যাকার্ড ছিল।

কর্মসূচিতে আরও অংশ নেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মহসীন কাজী, প্রেসক্লাবের সহসভাপতি মনজুর কাদের, কথাসাহিত্যিক বিপুল বড়ুয়া, প্রথম আলোর যুগ্ম সম্পাদক কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী, প্রথম আলো চট্টগ্রাম কার্যালয়ের বার্তা সম্পাদক কবি ওমর কায়সার, হেড অব নিউজ আশরাফ উল্লাহ, সহকারী মহাব্যবস্থাপক মনজুর মোরশেদ, বিশেষ প্রতিবেদক মাসুদ মিলাদ, জ্যেষ্ঠ প্রতিবেদক প্রণব বল, জ্যেষ্ঠ সহসম্পাদক আহমেদ মুনির, জ্যেষ্ঠ প্রতিবেদক গাজী ফিরোজ, সুজন ঘোষ, উপ–ব্যবস্থাপক সেলিম রেজা, সহসম্পাদক নুসরাত জাহান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোশাররফ শাহ প্রমুখ। 

এ ছাড়া সংহতি জানিয়ে অংশ নেয় ‘স্বপ্নচাষী’ নামের একটি সংগঠন। কর্মসূচিতে প্ল্যকার্ড হাতে নিয়ে দাঁড়ান প্রথম আলো চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুরা।

এর আগে সাভার থেকে তুলে আনা প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয় মঙ্গলবার মধ্যরাতে। প্রায় ২৪ ঘণ্টা পর রমনা থানায় একই আইনে, একই অভিযোগ তুলে আরেকটি মামলা হয়। মামলায় প্রধান আসামি করা হয় প্রথম আলো সম্পাদক মতিউর রহমানকে। শামসুজ্জামানও এই মামলার আসামি।

গত ২৬ মার্চ প্রথম আলো অনলাইনের একটি প্রতিবেদন ফেসবুকে শেয়ারের সময় ‘গ্রাফিক কার্ডে’ ছবির অমিলকে কেন্দ্র করে দেশের ভাবমূর্তি ও অর্জনকে প্রশ্নবিদ্ধ করার অভিযোগ এনে মামলা দুটি করা হয়। যদিও ফেসবুকের ওই পোস্টে অসংগতি দ্রুতই সংশ্লিষ্টদের নজরে পড়ে এবং তা সরিয়ে নিয়ে সংশোধনী প্রকাশ করা হয়।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.