সংসদীয় আসনের সীমানা নির্ধারণে শুনানি ৩ মে শুরু

ফাইল ছবি।

সংসদীয় আসনের খসড়া সীমানার ওপর আগামী ৩ মে থেকে শুনানি শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বিদ্যমান ৩৮টি আসনের সীমানার পক্ষে-বিপক্ষে ১৮৬টি আবেদন চার ধাপে শুনানি শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের বেজমেন্টে এ শুনানি হবে। 

ইসি কার্যালয়ের সচিব জাহাংগীর আলম জানিয়েছেন, ইসির প্রকাশিত খসড়ার ওপর ৩৮টি সংসদীয় আসনের সীমানা বহাল রাখতে ৬০টি আবেদন জমা পড়েছে। এসব আসনের সীমানা পরিবর্তনে আবেদন পড়েছে ১২৬টি। মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

ইসি সচিব  বলেন, সংসদ নির্বাচনে বর্তমানে যে ৩০০টি আসন রয়েছে, সেই আসনগুলোর খসড়া প্রকাশ করা হয়েছিল। সেই গেজেট বিজ্ঞপ্তিতে ১৯ মার্চের মধ্যে আপত্তিগুলো জমা দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে ১৮৬টি আবেদন পাওয়া গেছে।

তিনি জানান, কুমিল্লা  অঞ্চলের আবেদন ৩ মে; রাজশাহী অঞ্চলের আবেদন ৭ মে; ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা অঞ্চলের ১১ মে এবং বরিশাল, খুলনা ও চট্টগ্রাম অঞ্চলের আবেদন নিষ্পত্তির তারিখ নির্ধারণ হয়েছে ১৪ মে। এ জন্য ইসি একটি গেজেট প্রজ্ঞাপন জারি করবে।

ইসি-সংশ্লিষ্টরা জানান, সীমানার আপত্তি নিয়ে সবচেয়ে বেশি ৮৪টি আবেদন জমা পড়েছে কুমিল্লা অঞ্চল থেকে। রাজশাহীতে ৪৩টি, বরিশালে ২৯টি, ঢাকা অঞ্চলে ১৮টি আবেদন জমা পড়েছে। এ ছাড়া খুলনা ও ফরিদপুর অঞ্চল থেকে পাঁচটি করে আবেদন পড়েছে। তবে সিলেট ও রংপুর অঞ্চল থেকে কোনো আবেদনই জমা পড়েনি।

প্রশাসনিক ও ভৌগোলিক অখণ্ডতা বজায় রেখে বিদ্যমান সংসদীয় আসনের সীমানা বহাল রেখে গত ২৬ ফেব্রুয়ারি খসড়া সীমানার গেজেট প্রকাশ করে ইসি। এ আবেদনের শুনানি শেষে জুনের মধ্যে সীমানা চূড়ান্ত করতে চায় সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.