রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র সরবরাহকালে আটক ৩

তিনজনকে আটক করেছে র‍্যাব ,ছবি: সংগৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃহীত

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র সরবরাহের সময় তিনজনকে আটক করেছে র‍্যাব। বৃহস্পতিবার সকালে কক্সবাজারের চকরিয়ার বড় ভেওলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন।

আটক ব্যক্তিরা হলো– মোক্তার আহমদ, আব্দুর রহিম ও এনামুল হক। তারা আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্যদের কাছে অস্ত্র সরবরাহের কাজে লিপ্ত ছিল বলে জানিয়েছে র‍্যাব। 

ওই র‌্যাব কর্মকর্তা জানান, অস্ত্র ব্যবসায়ীরা মহেশখালী থেকে সিএনজিচালিত অটোরিকশায় উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আরসার সন্ত্রাসী গ্রুপের কাছে অস্ত্র সরবরাহের উদ্দেশে রওনা করে। সংবাদ পেয়ে চকরিয়ার বড় ভেওলা লালব্রিজ এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় অটোরিকশার চালকসহ তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে তিনটি একনলা বন্দুক, একটি দোনলা বন্দুক জব্দ করা হয়। এছাড়া জব্দ করা হয় নগদ এক লাখ ৫ হাজার টাকা, এটিএম কার্ড ও এনআইডি কার্ড। 

র‍্যাব-১৫ অধিনায়ক জানান, আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় দীর্ঘদিন ধরে মহেশখালী ও চকরিয়া থানা এলাকায় গোপনে অবৈধ অস্ত্রের ব্যবসা চালিয়ে আসছিল তারা। এছাড়া তারা রোহিঙ্গা ক্যাম্পে আরসা সন্ত্রাসী গ্রুপসহ দুষ্কৃতকারীদের কাছে নিয়মিত অস্ত্র বিক্রি করত।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.