পাঁচ সিটি নির্বাচন সরকারের ট্র্যাপ: মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

দেশের পাঁচটি সিটি করপোরেশন নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) উদ্যোগকে ‘সরকারের ট্র্যাপ’ বলে অভিহিত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এবার জনগণ সরকারের কোনও ট্র্যাপে পা দেবে না, বিএনপি কোনও ট্র্যাপে পা দেবে না। আমাদের সরাসরি বক্তব্য, আমরা কোনও ট্র্যাপে যাচ্ছি না। তাদের ট্র্যাপকে উল্টে ফেলে দেবো।‘

সোমবার (১০ এপ্রিল) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন নাটোরের এক নেতাকে দেখতে যান বিএনপি মহাসচিব। তার খোঁজ-খবর নিয়ে বেরিয়ে আসার সময় পাঁচ সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপি অংশ নেবে কিনা— সাংবাদিকরা জানতে চাইলে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

নির্বাচনে অংশগ্রহণের পূর্ব শর্ত তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের আন্দোলন একটাই, এই আন্দোলন হচ্ছে এই সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন হবে না এবং তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনও নির্বাচন হবে না। আর স্থানীয় সরকার নির্বাচন তো অনেক আগেই বাদ দিয়েছি… আপনারা জানেন।’

দলের কেউ যদি স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিতে চায় সে ক্ষেত্রে কী হবে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা তো উত্তর দিয়েছি।”

এসময় ডয়েচে ভেলের একটি প্রতিবেদনে সাক্ষাৎকার দেওয়া যুবক নাফিজ মোহাম্মদ আলমের গ্রেফতারি প্রসঙ্গেও কথা বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘নাফিজ মোহাম্মদ আলমকে তুলে নেওয়া ঘটনা থেকে প্রমাণিত হয় যে, র‌্যাব অসাংবিধানিক ঘটনাগুলোর সঙ্গে জড়িত। এখানে যারা কথা বলছে তাকেই তারা মুখ বন্ধ করার চেষ্টা করছে। এটা শুধু র‌্যাব নয়, মূলত এর দায়-দায়িত্ব সরকারের।’

এসময় বিএনপি মহাসচিবের সঙ্গে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক আবদুল কুদ্দুস ও সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুও উপস্থিত ছিলেন।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.