চীনের ‘উপনিবেশে’ পরিণত হচ্ছে রাশিয়া!

উইলিয়াম বার্নস

ইউক্রেনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামরিক অভিযান ছিল একটি বিশাল কৌশলগত ব্যর্থতা। আর এর ফলে রাশিয়া দ্রুতই চীনের অর্থনৈতিক উপনিবেশ হয়ে উঠছে। ইউক্রেনে রুশ অভিযান সম্পর্কে সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস এ মন্তব্য করেছেন। খবর হিন্দুস্তানটাইমস।

উইলিয়াম বার্নস বলেন, যদি এ যুদ্ধে রাশিয়ার ক্ষতির কথা চিন্তা করা হয়, তাহলে দেখা যাবে, শুধু জনশক্তি বা সমরাস্ত্রই নয়, রাশিয়া আরও অনেক দিক দিয়ে ক্ষতির মুখে পড়েছে। ইউক্রেনে অনেক স্থানে দুর্বলতার শিকার হয়ে রুশ বাহিনী অপমানজনক অবস্থায় পড়েছে। দেশটির ওপর যেসব অবরোধ বা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তার দীর্ঘমেয়াদী প্রভাব রয়েছে। রাশিয়া থেকে এক হাজারের বেশি সংস্থা চলে গেছে, এরও বড় ধরনের অর্থনৈতিক প্রভাব রয়েছে। সব মিলিয়ে এ যুদ্ধকে রাশিয়ার বিশাল কৌশলগত ব্যর্থতা হিসেবে বর্ণনা করা যায়।

যুদ্ধের শুরুর দিকে পুতিনের উদ্দেশ্য ছিল, ন্যাটোকে ভেঙে ফেলা ও দুর্বল করা। কিন্তু সত্য হচ্ছে, ন্যাটো আগের মতোই সুসংহত রয়েছে। এতে নতুন করে ফিনল্যান্ড যোগ দিয়েছে। সুইডেনও যোগ দিতে পারে। এর মাধ্যমে ন্যাটো আরও শক্তিশালী হচ্ছে।

পুতিন মনে করেছিলেন, তিনি ইউক্রেনীয়দের পিষে ফেলতে পারবেন এবং একই সঙ্গে পশ্চিমকে পরাজিত করতে পারবেন। কিন্তু আমি মনে করি, তিনি শুরুতে যতটা ভুল ছিলেন, এখনও ততটাই ভুলের ওপরই রয়েছেন। বরং রাশিয়া ক্রমেই আরও বেশি করে চীনের ওপর নির্ভরশীল হয়ে উঠছে। এমনকি সময়ের সঙ্গে সঙ্গে চীনের অর্থনৈতিক উপনিবেশে পরিণত হওয়ার ঝুঁকিও তৈরি হচ্ছে দেশটিকে নিয়ে।

উল্লেখ্য, গত মাসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মস্কো সফর করেন এবং ভ্লাদিমির পুতিনের সঙ্গে দীর্ঘমেয়াদি বেশ কিছু চুক্তিতে সই করেন।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.