আসছে ‘হ্যারি পটার’ সিরিজ, থাকছেন না আগের কোনো তারকা

আবার ফিরছে ‘হ্যারি পটার’-এর জাদুর দুনিয়া। তবে এবার বড়পর্দায় নয়, ছোটপর্দায় দেখা যাবে হ্যারি পটারকে। এইচবিও ম্যাক্স-এ টিভি সিরিজ হিসেবে আসছে ‘হ্যারি পটার’।

বুধবার ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির সিইও ডেভিড জাসলাভ এক প্রেজেন্টেশনের সময় ‘হ্যারি পটার’ টিভি সিরিজ নির্মাণের বিষয়টি নিশ্চিত করেছেন। জানিয়েছেন, সিরিজে নতুন প্রজন্মের একঝাঁক শিল্পী অভিনয় করবেন। আগের তারকারা থাকছেন না টিভি সিরিজে।

জে কে রাউলিংয়ের ‘হ্যারি পটার’ সিরিজের সাতটা বইয়ের ওপর নির্ভর করে তৈরি করবে টিভি সিরিজগুলো। নির্বাহী প্রযোজক হিসেবে থাকছেন জে কে রাউলিং নিজেই।

সাত খণ্ডের হ্যারি পটার উপন্যাস অবলম্বনে ৮টি সিনেমা তৈরি করা হয়, ওয়ার্নার ব্রাদার্সের ব্লকবাস্টার সিরিজ ছিল। ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম ছবির নাম ছিল ‘হ্যারি পটার অ্যান্ড দ্য সরসারাস স্টোন’ এই ফ্র্যাঞ্চাইজির শেষ ছবি ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজ পার্ট ২’ মুক্তি পায় ২০১১ সালে।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.