দুর্ঘটনাকবলিত সোনার বাংলা এক্সপ্রেসে ছিলেন নির্বাচন কমিশনের ১২ কর্মকর্তা

রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দুই ট্রেনের সংঘর্ষ। ছবি: সংগৃহীত

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলস্টেশনে দুর্ঘটনাকবলিত সোনার বাংলা এক্সপ্রেসে নির্বাচন কমিশনের (ইসি) ১২ জন কর্মকর্তা ছিলেন। নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব রৌশন আরা বেগম এ তথ্য নিশ্চিত করেছেন। 

রৌশন আরা নিজেও ওই ট্রেনে ছিলেন। তিনি সামান্য আঘাত পেয়েছেন। রৌশন আরা জানান, তাঁরা সবাই চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনের প্রশিক্ষণ শেষে ফিরছিলেন। সবাই এক বগিতেই ছিলেন। অনেকেই আহত হয়েছেন। দুর্ঘটনার পর তাঁদের টেনে বের করা হয়েছে। তবে ওই মুহূর্তে তিনি সবকিছু ঠিকমতো খেয়াল করতে পারার অবস্থায় ছিলেন না। 

সিনিয়র সহকারী সচিব রৌশন আরা বেগম ছাড়াও সোনার বাংলা এক্সপ্রেসে ছিলেন নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মোহাম্মাদ নাজিম উদ্দিন, সহকারী সচিব মোহাম্মদ আশফাকুর রহমান, আইসিটির সিস্টেম অ্যানালিস্ট মামুনুর হোসেন, নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানার ব্যক্তিগত সহকারী (পিএস) হাবিবা আক্তার, নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও আবুল কাশেম মোহাম্মদ মাজহারুল ইসলাম, সহকারী প্রোগ্রামার শুধাংশু কুমার সরকার, এনআইডি উইংয়ের ফারজানা লিজা, রাঙামাটি জেলার এক উপজেলা নির্বাচন অফিসার আমিনুল ইসলাম এবং বাকিরা আইসিটি অনুবিভাগে কর্মরত। 

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দীন চৌধুরী জানান, আজ রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনের সঙ্গে দ্রুতগতিতে আসা যাত্রীবাহী সোনার বাংলা এক্সপ্রেসের সংঘর্ষ হয়। এতে সোনার বাংলা এক্সপ্রেসের সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। বহু মানুষ আহত হয়েছেন। ঘটনার পর থেকে স্টেশন মাস্টার পালাতক।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.