ব্যক্তিগত সহকারীকে সাধারণ সম্পাদক করলেন সালাউদ্দিন

কাজী সালাউদ্দিন ও ইমরান হোসেন তুষার। ফাইল ছবি

অনিয়ম আর জালিয়াতির দায়ে আবু নাঈম সোহাগ নিষিদ্ধ হওয়ার পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দ্রুতই নতুন একজন সাধারণ সম্পাদক খুঁজতে হতো। সেটিই আজ চূড়ান্ত করেছে বাফুফে। ২০১৭ থেকে বাফুফেতে কাজী সালাউদ্দিনের ব্যক্তিগত সহকারী ও প্রটোকল কর্মকর্তা হিসেবে কর্মরত ইমরান হোসেন তুষার আপাতত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন। 

আজ এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, বাফুফে তিন মাসের জন্য ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে কাজ করবেন তুষার। চাইলে তাঁর মেয়াদ ছয় মাসও করতে পারবে বাফুফে। সোহাগের ঘটনায় কলঙ্কিত বাফুফে বিষয়টির তদন্ত করতে একটি সাত সদস্যের কমিটিও করেছে। তাদের এক মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। 
 
গতকাল জানা গিয়েছিল, সোহাগের বিকল্প হিসেবে সংক্ষিপ্ত তালিকায় চার-পাঁচজনের নাম তৈরি ছিল বাফুফের; যেখানে ছিল একাধিক অভিজ্ঞ সাংবাদিকের নাম। তালিকায় ছিলেন বাফুফের নির্বাহী কমিটির সদস্যও। তবে আপাতত একজন বিশ্বস্ত কর্মকর্তাকেই সাধারণ সম্পাদক হিসেবে বেছে নিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.