এরদোয়ান: তুরস্কের নিরাপত্তা বিপন্ন হতে দেওয়া হবে না

রিসেপ তাইয়েপ এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে তুরস্ক অব্যাহতভাবে ব্যবস্থা নিতে থাকবে। এক্ষেত্রে বৈশ্বিক বা আঞ্চলিক কোনো কুশিলবকেই তুরস্কের নিরাপত্তা বিপন্ন করতে দেওয়া হবে না। রোববার তুরস্কের দক্ষিণ-পূর্ব সানলিউরফা প্রদেশে এক ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে এরদোয়ান এ কথা বলেন। খবর আনাদোলু।

তিনি বলেন, সাম্রাজ্যবাদীরা দীর্ঘদিন ধরে তুরস্কের ওপর সন্ত্রাসবাদের বড় হামলা চালিয়ে আসছে। কিন্তু তুরস্কও তাদের ছেড়ে কথা বলবে না। তারা এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে অব্যাহতভাবে পদক্ষেপ নিতে থাকবে। কাউকেই তুরস্কের নিরাপত্তা নিয়ে খেলতে দেওয়া হবে না।

তুরস্কের জাতীয় নিরাপত্তা তার সীমানা ছাড়িয়ে শুরু হয় উল্লেখ করে এরদোয়ান বলেন, এই পুরো অঞ্চলে শান্তি নিশ্চিত না হলে তার দেশ শান্তিতে বিশ্রাম নিতে পারে না। এ সময় তিনি উল্লেখ করেন, যতক্ষণ না উত্তর সিরিয়া ও ইরাকের স্থল ও আকাশসীমায় অস্ত্র সজ্জিত সন্ত্রাসীরা রয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমরা কিছুতেই নিরাপদ হতে পারব না।

ইফতার অনুষ্ঠানের আগে এরদোয়ান ভূমিকম্প-পরবর্তী ৮৯৭টি বাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ৬৫৯টি বাড়ি ও ৬১টি দোকানের চাবি হস্তান্তর অনুষ্ঠানে যোগ দেন।

উল্লেখ্য, ৩৫ বছরের বেশি সময় ধরে তুরস্কে অভিযান চালিয়ে আসছে সন্ত্রাসী গোষ্ঠী পিকেকে। এই সন্ত্রাসী গোষ্ঠীটি তুরস্কের সীমান্তবর্তী উত্তর ইরাকের কিছু জায়গাতে ঘাঁটি তৈরি করে সেখান থেকে তুরস্কে অতর্কিতে হামলা চালায়। পিকেকে উত্তর সিরিয়াতে নিজেদের ঘাঁটি বানিয়েছে। সেখান থেকেও তারা তুরস্কের ওপর চামলা চালায়।

তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইইউর কাছে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে কালো তালিকাভুক্ত হলেও তারা অব্যাহতভাবে তুরস্কের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে। তুরস্কের নারী, শিশুসহ ৪০ হাজারের বেশি মানুষের মৃত্যুর জন্য তাদের দায়ী করা হয়।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.