বগুড়ায় ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ছাত্র ইউনিয়নের মশাল মিছিল

ছবি: সংগৃহীত

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী খাদিজাতুল কোবরাসহ ডিজিটাল নিরাপত্তা আইনে আটক সকলের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মশাল মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের বগুড়া জেলা।

সোমবার সন্ধ্যায় মশাল মিছিলটি জেলা কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

মশাল মিছিল শেষে ছাত্র ইউনিয়ন বগুড়া শাখার সভাপতি ছাব্বির আহম্মেদ রাজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বায়েজিদ রহমানের সঞ্চালনায় সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ হয়। 

সমাবেশে সিপিবি বগুড়ার সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, টিইউসি বগুড়ার সভাপতি মো. ফজলুর রহমান, কৃষক সমিতি বগুড়ার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার পাল, সাধারণ সম্পাদক হাসান আলী শেখ, সিপিবি সদর উপজেলা কমিটির সভাপতি শাহনিয়াজ কবির খান পাপ্পু, জেলার সম্পাদক মণ্ডলীর সদস্য সাজেদুর রহমান ঝিলাম, ক্ষেতমজুর সমিতি বগুড়া সদর উপজেলা কমিটির সভাপতি শুভ শংকর গুহ রায়, যুব ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক সাইদুর রহমান পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.