ম্যাক্সওয়েলের ঝড়ো ফিফটি জেতাতে পারলো না বেঙ্গালোরকে

চেন্নাইয়ের দেয়া বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো না হলেও জয়ের আশা পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। ম্যাক্সওয়েল ও ডু প্লেসিসের ঝড়ো ফিফটির ইনিংসে জয়ের কাছাকাছি যায় বিরাট কোহলির দল। তবে শেষ পর্যন্ত পরাজয় মেনে নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের। চেন্নাইয়ের কাছে ৮ রানে হেরেছে বেঙ্গালোর।

বেঙ্গালুরুতে টস হেরে আগে ব্যাটে নেমে ডেবন কনওয়ে ও শিভাম ডুবের অনবদ্য ইংনিসে দারুণ সংগ্রহ পায় চেন্নাই সুপার কিংস। নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ২২৬ রান সংগ্রহ করে ধোনির দল। জবাবে ব্যাটে নেমে ৮ উইকেটে ২১৮ রান করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। এ নিয়ে ৫ ম্যাচে তিন জয়ে টেবিলের তিনে আসলো চেন্নাই। অন্যদিকে সমান ম্যাচ খেলে তিন পরাজয়ে টেবিলের সাতে বেঙ্গালোর।

বেঙ্গালোরের ঘরের মাঠে আগে ব্যাটে নেমে শুরুটা ভালো হয়নি চেন্নাইয়ের। দলীয় ১৬ রানে ফেরেন ঋতুরাজ গাইকওয়াদ। ৬ বলে তিন রান করেন তিনি। ৯.৩ ওভারে ৯০ রানে দ্বিতীয় উইকেট হারায় সফরকারী দল। আজেঙ্কা রাহানে আউট হন ২০ বলে ৩৭ রান করে। তৃতীয় উইকেট জুটিতে ৮০ রান সংগ্রহ করেন ডেবন কনওয়ে ও শিভাম ডুবে। ১৫.৪ ওভারে দলীয় ১৭০ রানে ফেরেন কনওয়ে। ৪৫ বলে ৮৩ রান করেন এই ব্যাটার।

পরের ওভারেই আউট হন ডুবে। ২৭ বলে ৫২ রান করেন তিনি। এরপর ১৯৮ রান ও ২২৪ রানে আরও দুই উইকেট হারায় চেন্নাই। শেষ অবধি নির্ধারিত ওভার শেষে সুপার কিংসদের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ২২৬ রান।

বেঙ্গালোরের হয়ে একটি করে উইকেট নেন হার্শাল প্যাটেল, হাসারাঙ্গা, ম্যাক্সওয়েল, বিজয়কুমার, পার্নেল ও সিরাজ।

জবাবে ব্যাটে নেমে ১৫ রানেই দুই উইকেট হারায় স্বাগতিক দল। ৪ বলে ৬ রান করে ফেরেন বিরাট কোহলি। আর রানের খাতা না খুলেই আউট হন মহিপাল। তৃতীয় উইকেট জুটিতে শতাধিক রান করেন ম্যাক্সওয়েল ও ডু প্লেসিস। ১২.১ ওভারে ১৪১ রানে ফেরেন ম্যাক্সওয়েল। ৩৬ বলে ৭৬ রান করেন অজি অলরাউন্ডার।

কয়েক বল পরেই দলীয় ১৫৯ রানে আউট হন ডু প্লেসিস। ৩৩ বলে ৬২ রান করেন তিনি। এরপর শাহবাজ আহমেদকে নিয়ে হাল ধরেন দিনেশ কার্তিক। বেঙ্গালোরের জয়ের সম্ভাবনাও জাগিয়েছেন তিনি। ১৯১ রানে শিকার হন দেশপান্ডের। ১৪ বলে ২৮ রান করেন উইকেটরক্ষক ব্যাটার। দুই বল পরেই ফেরেন শাহবাজ। এরপর জয়ের নোঙর থেকে পিছিয়ে যায় বেঙ্গালোর। শেষ অবধি ৮ উইকেটে ২১৮ রান সংগ্রহ করে কোহলির দল।

চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন তুষার দেশপান্ডে। মাথিশা পাথিরানা নিয়েছেন দুটি উইকেট। মঈন আলী, আকাশ সিং ও থিকসানা নেন একটি করে উইকেট।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.