রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ঋণ ডলারের পরিবর্তে শোধ হবে চীনা মুদ্রায়
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়ার কাছ থেকে নেওয়া ঋণ চীনা মুদ্রা ইউয়ানে পরিশোধ করবে বাংলাদেশ। এ ব্যাপারে ঢাকা ও মস্কোর মধ্যে সমঝোতা হয়েছে বলে গতকাল সোমবার বাংলাদেশ সরকারের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ১ হাজার ২৬৫ কোটি ডলারের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের ৯০ শতাংশ অর্থায়ন করছে রাশিয়া। এই ঋণ–অর্থায়ন ২৮ বছরের মধ্যে পরিশোধ করতে হবে। ঋণ পরিশোধে গ্রেস পিরিয়ড হচ্ছে ১০ বছর। রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন পরমাণু কোম্পানি রোসাতমের সহযোগিতায় দুটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মধ্যে প্রথমটি নির্মাণ করছে বাংলাদেশ।
বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) জ্যেষ্ঠ কর্মকর্তা উত্তম কুমার কর্মকার রয়টার্সকে বলেন, ‘রাশিয়া আমাদের কাছে ঋণের অর্থ রুবলে চেয়েছিল। কিন্তু এটি আমাদের পক্ষে সম্ভব না। তাই আমরা চীনা মুদ্রা ইউয়ানে ঋণের অর্থ পরিশোধে সম্মত হয়েছি।’