বৃহস্পতিবার থেকে পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলবে

ছবি: সংগৃহীত

আগামী বৃহস্পতিবার থেকে পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল করবে। পদ্মা সেতুতে প্রায় ১০ মাস মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকার পর আজ এই সিদ্ধান্ত নেওয়া হলো।

আজ মঙ্গলবার সেতু বিভাগের একজন কর্মকর্তা গণ মাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শিগগির এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করবেন।

গত বছরের ২৬ জুন উদ্বোধনের পরদিন পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। সেদিন সেতুতে অতিরিক্ত মোটরসাইকেলের চাপ দেখা যায়। সেতুর ওপর মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান দুই জন। 

এর পরিপ্রেক্ষিতে ২৭ জুন থেকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করে সরকার। পরে পদ্মা সেতুর ওপর দিয়ে মোটরসাইকেল চালানোর অনুমতি চেয়ে করা একটি রিট আবেদনও খারিজ করে দেন হাইকোর্ট।

ঈদের ছুটিতে মোটরসাইকেল পারাপারের জন্য আজ মঙ্গলবার সকাল থেকে পদ্মায় শিমুলিয়া-মঙ্গলমাঝি রুটে ফেরি সার্ভিস শুরু করে বিআইডব্লিউটিসি। এর কয়েক ঘণ্টা পরই সেতুতে মোটরসাইকেল চালুর সিদ্ধান্তের কথা জানা গেল।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.