টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে মা-মেয়েসহ ৪ নারী নিহত

কালিহাতীর মীরহামজানিতে দুর্ঘটনাস্থলে মানুষের ভিড়। ছবি: সংগৃহীত

ট্রেনে কাটা পড়ে মা- মেয়েসহ চার নারী নিহত হয়েছেন টাঙ্গাইলের কালিহাতীর মীরহামজানি এলাকায় ।

আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কের পাশেই উপজেলার সল্লা ইউনিয়নের মীরহামজানী এলাকায় এই দুঘরটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেন। 

নিহতরা হলেন, ভূঞাপুর উপজেলার নিকরাইল দাস পাড়া এলাকার বাসন্তী, আরতী রানী দাস, শান্তি রানী ও শিল্পী রানী। শান্তি রানী ও শিল্পী রানী সম্পর্কে মা–মেয়ে। 

নিহতের স্বজনরা জানান, ভোর সাড়ে ৫টার দিকে সল্লা যাচ্ছিলেন তাঁরা। এ সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মা মেয়েসহ এই চার নারীর মৃত্যু হয়। 

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক নাজমুল হাসান জানান, ভোরে নিহত চারজন নারী রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই চারজন নিহত হয়। মরদেহ উদ্ধারে পুলিশ কাজ করছে। 

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.