বেনাপোলে ভারতীয় পণ্যসহ গ্রেপ্তার ৮

বেনাপোল স্থলবন্দর। ফাইল ছবি

যশোরের বেনাপোলে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ভারতীয় পণ্যসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় জব্দ করা ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে ৫৫ পিস শাড়ি, ১২৫ পিস লেহেঙ্গা, ৫৫১টি থ্রি-পিস, ১২ বান্ডিল চুড়ি, ২ বান্ডিল ইমিটেশন জুয়েলারি।

মঙ্গলবার সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট এলাকার ডায়মন্ড আবাসিক হোটেল ও নাহিদ আবাসিক হোটেলে থেকে এসব পণ্যসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ঢাকা হাজারীবাগ এলাকার আবুল কাশেমের ছেলে আব্দুল মোস্তাকিন আরাফাত সালেহীন (৩২), চাঁদপুরের মতলব থানা এলাকার মৃত আবেদ আলীর ছেলে সেলিম হোসেন (২৯), বরিশালের মেহেন্দীগঞ্জ থানা এলাকার নান্নু তালুকদারের ছেলে সুমন তালুকদার (৩৬), ভারতের পেট্রাপোল এলাকার ফকির চাঁদ হালদারের ছেলে সমির হালদার (৩৫), কুসুমদিয়া গ্রামের রহিম উদ্দিনের ছেলে এনামুল হক (৫৪), গোপালগঞ্জের কাশিয়ানির কাঞ্চন আলী খানের ছেলে খবির উদ্দিন খান (৪৫), চাঁদপুরের শাহাতলী থানা এলাকার আব্দুর রব চৌধুরীর ছেলে ইসহাক চৌধুরী (৪৭), ঢাকা মোহাম্মদপুরের ইদু মিয়ার ছেলে তানভীর আক্তার (৪২)।

যশোর জেল গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে আনা ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা রুজু হয়েছে।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.