চেলসিকে বিদায় করল রিয়াল মাদ্রিদ

ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে মূল কাজটা আগেই সেরে রেখেছিল রিয়াল মাদ্রিদ। প্রথম লেগে চেলসিকে ২-০ গোলে হারিয়েছিল তারা। মঙ্গলবার রাতে স্ট্যামফোর্ড ব্রিজে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগেও একই ব্যবধানে জিতল কার্লো আনচেলত্তির দল। চেলসির মাঠে রিয়ালের দুটি গোলই করেছেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রদ্রিগো।

দুই লেগ মিলিয়ে ৪-০ গোলের জয় দিয়ে রিয়াল মাদ্রিদ উঠে গেল উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে। আর বিদায় নিলো চেলসি। এই মৌসুমে ইংল্যান্ডের তিনটি ঘরোয়া প্রতিযোগিতা থেকে আগেই তারা ছিটকে গেছে। চ্যাম্পিয়নস লিগে তাদের আশার প্রদীপটাও নিভু নিভু করে জ্বলছিল। প্রথম লেগে যে রিয়ালের মাঠে হেরে বসেছে তারা!

দ্বিতীয় লেগে নিজেদের মাঠে দুর্দান্ত একটা প্রত্যাবর্তনের দরকার ছিল ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের চেলসির। কিন্তু জয় তো দূরের কথা, দুই লেগ মিলিয়ে একটিও গোল করতে পারেনি পশ্চিম লন্ডনের ক্লাবটি। বরং নিজেদের মাঠে আরও দুটি গোল হজম করে তারা। চেলসির কোচ হিসেবে ফেরার পর এ নিয়ে টানা তিন ম্যাচ হারলেন ল্যাম্পার্ড।

লন্ডনে রিয়াল মাদ্রিদ দুটো গোলই করেছে ম্যাচের দ্বিতীয়ার্ধে। ৫৮ মিনিটে প্রথমবার ম্যাচে লিড নেয় লস ব্ল্যাঙ্কোসরা। ৮০ মিনিটে ডাবলস পূরণ করেন রদ্রিগো। তার প্রথম গোলটির উৎস ছিলেন স্বদেশি ভিনিচিয়াস জুনিয়র। দ্বিতীয় গোলটা রদ্রিগো করেছেন ফেডেরিকো ভালভার্দের সহায়তায়। চ্যাম্পিয়নস লিগের এই মৌসুমে রিয়ালের হয়ে ব্রাজিলিয়ান ফরওয়ার্ডের গোল এখন পাঁচটি। গত মৌসুমেও লস ব্ল্যাঙ্কোসদের স্বপ্নযাত্রার অন্যতম সারথি ছিলেন ব্রাজিলিয়ান এই তরুণ তুর্কি।

সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের সম্ভাব্য প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি। কারণ, শেষ আটের প্রথম লেগের ম্যাচে বায়ার্ন মিউনিখকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে তারা। আজ অ্যালিয়েঞ্জ এরিনায় দ্বিতীয় লেগের ম্যাচ খেলতে যাবে ইংলিশ জায়ান্টরা। এদিন অলৌকিক কোনো হার ঠেকালেই চলবে সিটির। তবে রূপকথার প্রত্যাবর্তনের বিকল্প নেই বাভারিয়ানদের সামনে।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.