টিকিটের দাবিতে বিমানবন্দর রেলস্টেশনে হামলা

দাঁড়িয়ে যাওয়ার (স্ট্যান্ডিং) টিকিটের দাবিতে আজ বৃহস্পতিবার রাতে রাজধানী বিমানবন্দর রেলস্টেশনে হামলা চালিয়েছেন যাত্রীরা। ক্ষুব্ধ যাত্রীরা রেলস্টেশনের ওপর ইটপাটকেল ও পাথর ছোড়েন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ রাত সোয়া ৮টার পর শতাধিক যাত্রী একসঙ্গে আশকোনার দিক থেকে এসে বিমানবন্দর রেলস্টেশনের ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়েন। এরপর তাঁরা টিকিট কাটতে কাউন্টারে দাঁড়ান। কিন্তু টিকিট না থাকায় কাউন্টার আগে থেকেই বন্ধ ছিল। এতে ক্ষুব্ধ হয়ে যাত্রীরা রেলস্টেশনে ইটপাটকেল ও পাথর ছুড়ে মারেন এবং বিক্ষোভ করেন। আধা ঘণ্টা ধরে এ অবস্থা চলার পর রাত পৌনে ৯টার দিকে বিপুলসংখ্যক পুলিশ এসে তাঁদের নিবৃত্ত করে ও রেলস্টেশন থেকে সরিয়ে দেয়।

বিমানবন্দর পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা উপপরিদর্শক আলী আকবর বলেন, অনলাইনে টিকিট না পাওয়া ক্ষুব্ধ যাত্রীরা বিমানবন্দর রেলস্টেশনে হামলা করেন এবং ইটপাটকেল ও পাথর ছুড়ে মারেন। পরে পুলিশ তাঁদের নিবৃত্ত করে। এতে কেউ আহত হননি। বিমানবন্দরের ফটক বন্ধের প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, মানুষের অবাধ যাতায়াত ঠেকাতে গেটটা লাগানো থাকে। যখন ট্রেন আসে, তখন সেটা খুলে দেওয়া হয়।

পুলিশের বিমানবন্দর অঞ্চলের সহকারী কমিশনার আসমা আক্তার বলেন, যাত্রীদের টিকিট পাওয়ার বিষয়টি রেল কর্তৃপক্ষ দেখছে। পরিস্থিতি এখন শান্ত। তবে পুলিশ মোতায়েন রয়েছে।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.