ঢাকায় বিএনপির সমাবেশের প্রভাব চট্টগ্রামে

মোড়ে মোড়ে লাঠি হাতে আ.লীগ নেতা-কর্মীদের অবস্থান

চট্টগ্রাম নগরের নতুন ব্রিজ এলাকায় ১৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের নেতা-কর্মীদের লাঠি হাতে অবস্থান। আজ দুপু‌রে। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের বিভিন্ন মোড়ে আজ শনিবার সকাল থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা লাঠি হাতে অবস্থান নেন। মোটরসাইকেল নিয়ে মহড়াও দিয়েছেন তাঁরা। এ সময় তাঁরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধুর’ পাশাপাশি বিএনপির বিরুদ্ধে নানা স্লোগান দেন।

ঢাকায় বিএনপির সমাবেশের দিন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আওতাধীন ইউনিট, ওয়ার্ড ও থানায় থানায় এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। ১৫টি থানা, ৪৪ সাংগঠনিক ওয়ার্ড ও ১৩২টি ইউনিটে এভাবে লাঠিসোঁটা নিয়ে অবস্থান করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

দারুল ফজল মার্কেটের দলীয় কার্যালয়ের সামনে দুপুরে নগর আওয়ামী লীগের নেতা-কর্মীরা অবস্থান নেন। এ সময় মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, ‘জনগণের স্বার্থে আমাদের অবশ্যই রাজপথে থাকতে হবে। এটাই আমাদের শক্তি। আমরা ক্যান্টনমেন্ট থেকে আসিনি। যাদের জন্ম ক্যান্টনমেন্টে, তারা রাজপথকে ভয় পায়, জনগণকে ভয় পায়। সমাবেশের নামে যারা দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে, তাদের আমরা চিনি এবং তাদের জ্বালাও-পোড়াওয়ের আগেই মূল উপড়ে ফেলতে হবে।’

নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, বিজয়ের মাসে আবার অশুভ শক্তি ছোবল দিতে চেয়েছে। এ জন্য প্রশাসন যে ভূমিকা নিয়েছে, তা জাতিরাষ্ট্র বাংলাদেশের পক্ষে একটি সঠিক আনুগত্য।

নগরের জিইসি মোড়সংলগ্ন হোটেল লর্ডস ইনের সামনে আওয়ামী লীগ নেতা-কর্মীরা লাঠি হাতে অবস্থান নেন সকালে। এ সময় তাঁরা মাইকে বক্তব্য দেন। এ ছাড়া নগরের তৃতীয় কর্ণফুলী সেতু এলাকায় ওয়ার্ড ছাত্রলীগ, বকশির হাট, নিউমার্কেট, আগ্রাবাদ, হালিশহরসহ বিভিন্ন স্থানে সকাল থেকে এভাবে লাঠি হাতে অবস্থান নেন নেতা-কর্মীরা।

বেলা একটার দিকে একটি মোটরসাইকেল–মহড়া দেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। নগরের নিউমার্কেট এলাকা থেকে বের হয়ে মোটরসাইকেল–মহড়াটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

দারুল ফজল মার্কেটের সামনে অবস্থান কর্মসূচিতে নগর আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক শেখ ইফতেখার সাইমুল চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য দেন নগর কমিটির সহসভাপতি নঈম উদ্দীন চৌধুরী, ইব্রাহিম হোসেন চৌধুরী, খোরশেদ আলম, উপদেষ্টা সফর আলী, শেখ মোহাম্মদ ইছহাক, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, দপ্তর সম্পাদক সৈয়দ হাসান মাহমুদ শমসের, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী প্রমুখ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মহড়া

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে এদিন লাঠি হাতে অবস্থান নেন ছাত্রলীগের এক উপপক্ষের নেতা-কর্মীরা। এই উপপক্ষের নাম ভার্সিটি এক্সপ্রেস। এটি আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত।

বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত সোহরাওয়ার্দী হলের সামনে ছাত্রলীগের এই উপপক্ষের ২০ থেকে ৩০ জন নেতা-কর্মী লাঠি হাতে অবস্থান করছিলেন। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দেন।

এ বিষয়ে জানতে চাইলে ভার্সিটি এক্সপ্রেস উপপক্ষের নেতা ও শাখা ছাত্রলীগের সহসভাপতি প্রদীপ চক্রবর্তী বলেন, ঢাকায় সমাবেশ ঘিরে বিএনপির ‘নৈরাজ্য ও নাশকতামূলক’ কর্মকাণ্ড রুখতে তাঁদের এ অবস্থান। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে ছাত্রদল বা বিএনপির নেতা-কর্মীদের প্রতিহত করবেন তাঁরা।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.