রিজার্ভ নিয়ে অভয় দিলো বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক

রিজার্ভ নিয়ে অভয় দিলো বাংলাদেশ ব্যাংক। রিজার্ভ নিয়ে ভীত বা দুশ্চিন্তা করার কোনো কারণ নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক।

বাংলাদেশ ব্যাংকের এই কর্মকর্তা বলেছেন, সম্প্রতি বিশ্বব্যাংক, এডিবি, আইডিবি ও জাইকাসহ কয়েকটি আন্তর্জাতিক দাতা সংস্থার সাথে বেশকিছু ঋণচুক্তি হওয়ার কথা রয়েছে। এসব চুক্তি হয়ে গেলে বাংলাদেশে রিজার্ভের পরিমাণ বাড়বে। এছাড়া আমাদের প্রবাসী আয় বা রেমিট্যন্সের প্রবাহও ভালো। একই সঙ্গে আমদানি ব্যয়ও কমে এসেছে।

২৫ এপ্রিল, মঙ্গলবার আইএমএফের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ ব্যাংক। বৈঠকের পর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক।

সংবাদ সম্মেলনে মেজবাউল হক আরও বলেন, আগামী জুন থেকে আইএমএফের মানদণ্ড অনুযায়ী ব্যালেন্স অব পেমেন্টস এবং ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) রিজার্ভের হিসাবায়ন করা হবে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের মানদণ্ড অনুযায়ীও হিসাব করা হবে। দুটো হিসাবই প্রকাশ করা হবে।

জানা গেছে, আইএমএফের প্রতিনিধি দল ‘স্টাফ ভিজিট’ করতে বাংলাদেশে এসেছে। এটি একটি রুটিন ওয়ার্ক। সদস্য সব রাষ্ট্রে প্রতি বছর এ ধরনের সফর করেন তারা। আজ বাংলাদেশ ব্যাংকে কয়েক দফায় বৈঠক করেছে আইএমএফের প্রতিনিধি দল। বৈঠকে আর্থিক খাতের নীতি ও কাঠামো সংস্কারে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে তার সুবিধা তুলে ধরেছে বংলাদেশ ব্যাংক।

আইএমএফের কাছ থেকে ঋণের প্রথম কিস্তি পাওয়ার পর চুক্তি অনুযায়ী বেশকিছু সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে বাংলাদেশ। আরও কিছু সিদ্ধান্ত প্রক্রিয়াধীন আছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি।

জানা গেছে, রিজার্ভে স্থিতিশীলতা ফেরাতে আইএমএফের কাছে ঋণের আবেদন করে বাংলাদেশ। ফেব্রুয়ারিতে ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণের মধ্যে প্রথম কিস্তিতে ৪৭ কোটি ৬২ লাখ ডলার পায় বাংলাদেশ। এরপর আইএমএফের পরামর্শ অনুযায়ী বিদ্যুৎ এবং গ্যাসের দাম বাড়িয়ে ভর্তুকি কমানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। একই সঙ্গে আর্থিক খাতের কাঠামো ও নীতি সংস্কারে বেশকিছু পদক্ষেপ নেওয়া শুরু করেছে।

আগামী অক্টোবর মাসে আইএমএফের কাছ থেকে ঋণের দ্বিতীয় কিস্তি পাওয়ার কথা বাংলাদেশের। এ জন্য বাংলাদেশ ব্যাংকের নেওয়া পদক্ষেপের অগ্রগতি মূল্যায়নের জন্য ঢাকায় আসবে আইএমএফ মিশন। তার আগে নিয়মিত সফরের অংশ হিসেবে এই স্টাফ ভিজিটে এসেছে আইএমএফের প্রতিনিধিরা।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.