উত্তর কোরিয়াকে দমাতে যুক্তরাষ্ট্র–দক্ষিণ কোরিয়ার পারমাণবিক অস্ত্র চুক্তি সই

চুক্তি সইয়ের আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইউল

উত্তর কোরিয়াকে দমাতে এক যুগান্তকারী চুক্তি সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইউল। এই চুক্তির আওতায় দক্ষিণ কোরিয়ায় মার্কিন পরমাণুসজ্জিত সাবমেরিন মোতায়েন করার পরিকল্পনা রয়েছে।

‘ওয়াশিংটন ঘোষণা’ নামে চুক্তিটিতে জো বাইডেন জানিয়েছেন উত্তর কোরিয়ার সকল ধরণের আক্রমণ প্রতিরোধে মিত্ররা আরো শক্তিশালী হবে। দেশটির বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের যেকোনো পরিকল্পনায় সিউলকে যুক্ত করতেও সম্মত হয়েছে ওয়াশিংটন। বিনিময়ে দক্ষিণ কোরিয়া কোনো ধরনের পারমাণবিক অস্ত্র তৈরি না করার ব্যাপারে সম্মতি দিয়েছে।

জলবায়ু পরিবর্তন, পারমাণবিক সহযোগিতা, ইউক্রেন যুদ্ধ ও সাইবার সহযোগিতা নিয়ে আলোচনার জন্য চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে গেছেন ইউন সুক-ইউল। এ সফর নিয়ে গতকাল বুধবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সাথে এক যৌথ সংবাদ সম্মেলন করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ওয়াশিংটন ঘোষণাকে যুক্তরাষ্ট্র সফরের সবচেয়ে উল্লেখযোগ্য ঘোষণা হিসেবে আখ্যায়িত করেছেন। বর্ধিত প্রতিরোধ বাড়ানোর জন্য এটিকে একটি ‘অভূতপূর্ব’ পদক্ষেপ হিসেবে চিহ্নিত করেছেন। এর ফলে পারমাণবিক অস্ত্রসহ যেকোনো হামলা ঠেকাতে মিত্রদেশকে রক্ষায় যুক্তরাষ্ট্র নিজেদের সামরিক শক্তি ব্যবহার করবে।

সম্প্রতি রেকর্ডসংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। তাদেরই প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়ায় যেকোনো সময় পারমাণবিক হামলা চালানোর আশঙ্কা থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক অস্ত্র চুক্তির ঘোষণা দিল দেশটি।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.