পরীক্ষাকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ছাত্রলীগের ৬ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

এসএসসি পরীক্ষাকেন্দ্রে বিশৃঙ্খলা ছাত্রলীগের ছয় নেতা-কর্মীর বিরুদ্ধে খালিয়াজুরী থানায় মামলা করা হয়েছে। ছবি: সংগৃহীত

চলমান এসএসসি পরীক্ষার কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার ছাত্রলীগের ছয় নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) রাতে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খাইরুল বাশার এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার আসামিরা হলেন, খালিয়াজুরী উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল আজিম (২৩), প্রান্তর তালুকদার, (১৯) খাইরুল ইসলাম (২২) আসাদুল ইসলাম (২০) আবীর মিয়া (১৯) ও মুন্নী খাতুন (১৯)।

এর আগে সোমবার সকালে খালিয়াজুরী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব রবিন্দ্র সরকার বাদী হয়ে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের বাধা ও গন্ডগোলের অভিযোগে এই মামলা করেন।

পুলিশ ও পরীক্ষার দায়িত্বে থাকা কর্মকর্তা সঙ্গে কথা বলে জানা গেছে, গত রোববার প্রথম দিনে চলমান এসএসসি পরীক্ষার আগ মুহূর্তে খালিয়াজুরী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে প্রবেশ করেন ছাত্রলীগের কয়েজন নেতা-কর্মী। তাঁরা পরীক্ষা নিয়ন্ত্রণ আইন উপেক্ষা করে শিক্ষার্থীদের মাঝে কলম ও পানির বোতল বিতরণ করেন। পরে পরীক্ষার কেন্দ্রে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে রাজনৈতিক বক্তব্য দেন। এ সময় তাঁরা মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করে পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। এ ঘটনায় খালিয়াজুরী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব রবীন্দ্র সরকার বাদী হয়ে খালিয়াজুরী থানায় লিখিত অভিযোগ দিলে গত সোমবার মামলাটি নথিভুক্ত হয়।

এ বিষয়ে নেত্রকোনা জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওন বলেন, ‘ছাত্র-ছাত্রীদের সহযোগিতা করাই হচ্ছে ছাত্রলীগের কাজ। খালিয়াজুরী উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা তাদের সহযোগিতা করছিল। কেন্দ্রে কোনো রকম বিশৃঙ্খলা তারা করেনি। কিন্তু ছাত্রলীগের সুনাম নষ্ট করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে খালিয়াজুরীতে একটি মামলা করা হয়েছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই।’

তিনি আরও বলেন, ‘ছাত্রলীগের নেতা-কর্মীরা ছোট হওয়ায় পরীক্ষার আগে কেন্দ্রে প্রবেশ করা যায় না, সেই নিয়মটা হয়তো জানে না। কিন্তু যারা পরীক্ষার দায়িত্বে ছিল তারা কীভাবে ওদের ভেতরে প্রবেশ করতে দিল। আমি মনে করি শুধু ছাত্রলীগ নয় সেখানে কর্তৃপক্ষরাও দায়ী। তাই ছাত্রলীগের নামে শুধু মামলা নয়। যারা দায়ী আছে সবার বিরুদ্ধে মামলা হওয়া উচিত।’

ওসি খায়রুল বাশার বলেন, ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। তবে তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুয়েল সাংমা বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.