বাংলাদেশের খেলা দেখা নিয়ে শঙ্কা!

বাংলাদেশ ক্রিকেট দলের কোনো সিরিজ বিদেশে পড়লেই খেলা সম্প্রচার নিয়ে সমস্যায় পড়েন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবারও খেলা দেখা নিয়ে শঙ্কায় আছে বাংলাদেশের সমর্থকরা। বিশেষ করে ইংল্যান্ড, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড বা অস্ট্রেলিয়া হলে এই সমস্যা জটিল হয়ে পড়ে।। এদেশের কোনো চ্যানেল টেলিভিশন সম্প্রচার স্বত্ব কিনতে চায় না। খেলা দেখা নিয়ে তৈরি হয় ধোঁয়াশা।

বাংলাদেশ দল এখন অবস্থান করছে ইংল্যান্ডে। আয়ারল্যান্ডের সাথে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। আগামী ৯ মে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজটি। জানা গেছে এখন পর্যন্ত বাংলাদেশের কোনো চ্যানেল সম্প্রচার স্বত্ব নেয়নি।

শুধু বাংলাদেশই নয়, আয়ারল্যান্ড কিংবা ইংল্যান্ডেরও কোনো চ্যানেল সিরিজটি সরাসরি সম্প্রচার করার আগ্রহ দেখায়নি। বাংলাদেশি সমর্থকেরা তাই শঙ্কায় পড়েছেন খেলা দেখা নিয়ে।

সাধারণত স্বাগতিক বোর্ডই টিভি স্বত্ব বিক্রি করে থাকে। আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড এই সিরিজটির সম্প্রচার স্বত্ব বিক্রি করার দায়িত্ব দিয়েছে টোটাল স্পোর্টস ম্যানেজমেন্টকে (টিএসএম)।

বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাহী পরিচালক নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘টিভি স্বত্ব নিয়ে কোনো আপডেট নেই। যতদূর জেনেছি কোনো চ্যানেল এখন পর্যন্ত আগ্রহ দেখায়নি। আর এটা সম্পূর্ণই স্বাগতিক বোর্ডের বিষয়। তারা প্রোডাকশন করবে এবং এটা তারাই বিক্রি করবে।’

এদিকে, ইংল্যান্ডের চেমসফোর্ডে আগামী ৯, ১২ এবং ১৪ মে তিনটি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ হওয়ায় দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। আইরিশরা ৩-০ ব্যবধানে সিরিজটি জিতলে সরাসরি ভারত বিশ্বকাপে জায়গা করে নেওয়ার সুযোগ রয়েছে।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.