ইসরায়েলি বাহিনীর গুলিতে নারীসহ ৪ ফিলিস্তিনি নিহত

ছবি: সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় একটি শহরে এক ফিলিস্তিনি নারীকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বরাত দিয়ে এই তথ্য জানায়। গতকাল ৪ মে, বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে। একইদিনে ইসরায়েলি বাহিনীর গুলিতে আরও ৩ জন ফিলিস্তিনি নিহত হন। খবর আনাদোলু এজেন্সি।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ২৬ বছর বয়সী ইমান জিয়াদ ওদেহ নাবলুসের দক্ষিণে হুওয়ারায় দখলদার সৈন্যদের ছোড়া বুলেটের আঘাতে নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা আনাদোলুকে জানিয়েছে, ইসরায়েলি বাহিনী ওই নারীকে গুলি করে হত্যা করে এবং ফিলিস্তিনিদের তার কাছে পৌঁছাতে বাধা দিয়েছে।

তবে ইসরায়েলি আর্মি রেডিও দাবি করেছে, ইমান জিয়াদ ওদেহ দক্ষিণ নাবলুসের হুওয়ারা চেকপয়েন্টের কাছে একজন ইসরায়েলিকে ছুরিকাঘাতে আহত করার কারণে তাকে গুলি করা হয়।

গত ফেব্রুয়ারি মাসে এই হুওয়ারায় ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় ৩৫০ জনেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছিল। দুই জন ইহুদি বসতি স্থাপনকারীদের হত্যার প্রতিশোধ নিতে তারা ফিলিস্তিনিদের বাড়িঘর ও যানবাহনে আগুন লাগিয়ে দিয়েছিল।

এদিকে বৃহস্পতিবার সকালে নাবলুসের পুরাতন শহর এলাকায় ইসরায়েলি বাহিনী অভিযান চালানোর সময় তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। ইসরায়েলি বাহিনীর দাবি, এই তিন জন গত মাসে পশ্চিম তীরে তিন বসতি স্থাপনকারীকে হত্যা করেছিল।

ইসরায়েলি সামরিক বাহিনী এক বছরেরও বেশি সময় ধরে প্রায় প্রতিদিনই অধিকৃত পশ্চিম তীরের শহর ও গ্রামগুলোতে অভিযান চালিয়ে আসছে। এর ফলে এই বছর এ পর্যন্ত ইসরায়েলি বাহিনী এবং বসতি স্থাপনকারীদের হাতে ১০৬ ফিলিস্তিনি নিহত হয়েছে।

উল্লেখ্য, বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে চরম ডানপন্থী সরকার ইসরায়েলের ক্ষমতা গ্রহণ করার পর থেকেই ফিলিস্তিনিদের বিরুদ্ধে দমন-পীড়ন তীব্র আকার ধারণ করেছে। নেতানিয়াহুর এই সরকারকে ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে ডানপন্থী সরকার হিসেবে বিবেচনা করা হচ্ছে।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.