ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্ত এলএনজি’র ভাসমান টার্মিনাল

ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্ত হয়েছে মহেশখালিতে অবস্থিত এলএনজি সরবারহের দুটি ভাসমান টার্মিনাল। একটি পুন:স্থাপনে ১০/১৫ দিন সময় লাগবে, অন্যটি ২/১ দিনে স্বাভাবিক হবে।

একইসাথে বিদ্যুত পরিস্থিতি স্বাভাবিক হতে দুয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

এর আগে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এক বার্তায় বলা হয়েছিল, ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাবে মহেশখালির দুটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে শুক্রবার (১২ মে) রাত ১১টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

এতে বলা হয়, স্বাভাবিকভাবেই গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্র যেমন চট্টগ্রাম, মেঘনাঘাট, হরিপুর এবং সিদ্ধিরগঞ্জ এলাকার ওইসব বিদ্যুৎকেন্দ্র বন্ধ বা আংশিক চালু রয়েছে। বিদ্যুতের উৎপাদন ঘাটতি থাকার কারণে এ সময় ঢাকাসহ দেশের অনেক জায়গাতেই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ব্যহত হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বার্তায় আরও বলা হয়েছিল, দুর্যোগপূর্ণ আবহাওয়া কেটে যাওয়া মাত্রই মহেশখালির দুটি ভাসমান এলএনজি টার্মিনাল পুনঃস্থাপন করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা এবং গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো পুনরায় পূর্ণ সক্ষমতায় চালু করা হবে।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.