বিএনপির ১৮ নেতাকর্মী গ্রেপ্তার

বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ১৮ নেতা–কর্মীকে শুক্রবার গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের রাজধানীর নয়াপল্টনে সংঘর্ষের ঘটনায় করা দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

শনিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তাঁদের হাজির করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১৭ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। অপর একজনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

গ্রেপ্তার নেতা–কর্মীরা হলেন— রাজশাহী জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম (৩৪), গোদাগাড়ী ইউনিয়ন যুবদল কর্মী ইসতিয়াক ইমন (২১), গোদাগাড়ী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান তুষার (২৪), বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রফিক বেপারী (৪৫), নান্দাইল থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম রবিন (২৬), রুপগঞ্জ ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শারফরাজ মিয়া (২৮), পিরোজপুরের রহমত উল্লাহ (৪৪), খুলনার ১৫ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি রুহুল আমিন (৪২), বরিশালের যুবদল নেতা সোহেল হাওলাদার (৪৩) ও আল আমিন (৩৪), চট্টগ্রামের মগদারা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুন (২৪), ফেনীর আবু জাফর হিমেল (৩৫), লালবাগের জাবেদ আহমেদ (৪২), প্রকৌশলী ফখরুল আলম (৩৮) এবং প্রকৌশলী মিজানুর রহমান (৩৮)।

গত বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের সংঘর্ষে একজন নিহত ও অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। এ ঘটনায় পল্টন, মতিঝিল, রমনা ও শাহজাহানপুর থানায় চারটি মামলা করে পুলিশ। এসব মামলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ২ হাজার ৯৭৫ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। এর মধ্যে ৭২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। প্রতিটি মামলায় আসামিদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও বিস্ফোরণ ঘটানোর অভিযোগ আনা হয়েছে।

এই চার মামলায় এখন পর্যন্ত ৪৮৫ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে তিন মামলায় পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার ৩০ আসামির বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন আদালত। ৪৫৩ জনকে কারাগারে পাঠানো হয়েছে। দুজন জামিন পেয়েছেন। তাঁরা হলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ (আমান) ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবদুল কাদের ভূঁইয়া।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.