পাকিস্তানের নিকটবর্তী সীমান্তে ৫ ইরানি সীমান্তরক্ষী নিহত

ছবি: সংগৃহীত

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ সিস্তান-বেলুচিস্তানে একটি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে ৫ ইরানি সীমান্তরক্ষী নিহত হয়েছেন। ২১ মে, রোববার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এই তথ্য জানিয়েছে। খবর দ্য নিউ আরব।

আইআরএনএ জানায়, পাকিস্তানের সঙ্গে ইরানের সীমান্তবর্তী সারাভানে সীমান্তরক্ষীদের হত্যা করা হয়েছে।

এর আগে ইরানের বিচার বিভাগের অনলাইন নিউজ ওয়েবসাইট মিজান স্থানীয় প্রসিকিউটর মেহেদি শামসাবাদীকে উদ্ধৃত করে ছয় সীমান্তরক্ষী নিহত হয়েছে বলে জানিয়েছিল। পরে নিহতের সংখ্যা পাঁচ জন বলে উল্লেখ করা হয়।

আইআরএনএ এর খবরে বলা হয়েছে, একটি সন্ত্রাসী গোষ্ঠী রোববারের হামলাটি করেছে। তারা ইরানে অনুপ্রবেশ করতে চেয়েছিল। তবে ওই গ্রুপের সদস্যরা সংঘর্ষে আহত হওয়ার পর ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি হামলার নিন্দা করে বলেছেন, ইরান আশা করে, পাকিস্তান সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে দমন করার পাশাপাশি সীমান্তের নিরাপত্তা উন্নত করার চেষ্টা করবে।

ইরানের দারিদ্র্য পীড়িত সিস্তান-বেলুচিস্তান প্রদেশের সঙ্গে আফগানিস্তানেরও সীমান্ত রয়েছে। এই অঞ্চলে মাদক চোরাচালানকারী চক্রের পাশাপাশি বেলুচি সংখ্যালঘু বিদ্রোহী এবং সুন্নি মুসলিম চরমপন্থী গোষ্ঠীর মধ্যে প্রায় সময় সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে ১১ মার্চ এই একই অঞ্চলে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে দুই জন পুলিশ নিহত হয়।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.