মালয়েশিয়ায় ১১৮ বাংলাদেশি আটক

ছবি: সংগৃহীত

মালয়েশিয়া কর্তৃপক্ষ এক বিশেষ অভিযানে ১৬৫ জন বিদেশি নির্মাণ শ্রমিককে আটক করেছে। এদের মধ্যে ১১৮ জন বাংলাদেশি রয়েছেন। বৈধ কাগজপত্র না থাকার অভিযোগে রাজধানী কুয়ালালামপুরের জালান বুকিত কিয়ারা এলাকা থেকে বৃহস্পতিবার তাদেরকে আটক করা হয়। কুয়ালালামপুর সিটি হল কর্তৃপক্ষ (ডিবিকেএল) শুক্রবার এ কথা জানিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ডিবিকেএল জানিয়েছে, অবৈধ অভিবাসনবিরোধী কর্মসূচির অংশ হিসেবে ডিবিকেএল অংশীদার সংস্থাগুলোর সঙ্গে মিলে নির্মাণ সাইটগুলোতে এলাকাভিত্তিক সমন্বিত অভিযান চালিয়েছে। গত ২৫ মে জালান বুকিত কিয়ারায় নির্মাণ সাইট পর্বের ৬/২০২৩ নম্বর অভিযানে ১৬৫ জন বিদেশি কর্মীকে কোনো বৈধ কাগজপত্র না থাকায় আটক করা হয়।

আটককৃতদের মধ্যে ১১৮ জন বাংলাদেশি, ২৩ জন মিয়ানমারের, ১১ জন ইন্দোনেশিয়ার ও ১০ জন পাকিস্তানের নাগরিক। এদের মধ্যে ১২৬ জনের মালয়েশিয়ায় ভ্রমণ সংক্রান্ত কাগজপত্র, ওয়ার্ক পারমিট ও অন্যান্য দলিলাদি অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য রাখা হয়েছে।

ডিবিকেএলের সঙ্গে এ অভিযানে অংশ নেয় মালয়েশিয়ান পুলিশ, সিআইডি, ইমিগ্রেশন কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস ও বর্জ্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। অভিযান চলাকালে সংস্থাগুলো নিজ নিজ এখতিয়ারাধীন বিষয়গুলো পরিদর্শন ও প্রয়োজনীয় এনফোর্সমেন্ট ব্যবস্থা গ্রহণ করে।

ডিবিকেএল জানিয়েছে, অবৈধ অভিবাসনবিরোধী এ অভিযান পার্লামেন্টোরি আসন ধরে ধরে কুয়ালালামপুর ফেডারেল টেরিটরির পুরো এলাকায় অব্যাহত থাকবে।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.