৩৩ বছর জেল খাটার পর জানা গেল তিনি নির্দোষ

হত্যাচেষ্টার দায়ে ৩৩ বছর কারাভোগের পর নির্দোষ প্রমাণিত হওয়া এক ব্যক্তিকে মুক্তি দিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত। ১৯৯০ সাল থেকে তিনি কারাভোগ করছিলেন। খবর আল জাজিরা।

খবরে বলা হয়, ১৯৯০ সালে লস অ্যাঞ্জেলসের পূর্বে বাল্ডউইন পার্কে একটি হাই স্কুল ফুটবল খেলা চলাকালে একটি গাড়িতে গুলি চালানোর দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন ২২ বছর বয়সী ড্যানিয়েল সালদানা। ওই গাড়িটিতে ছয়জন কিশোর ছিল এবং তাদের দুইজন আহত হয়। পরে অবশ্য তারা সুস্থ হয়ে গিয়েছিলেন।

ড্যানিয়েলের বিরুদ্ধে মামলায় বলা হয়েছিল, ঘটনা সংঘটিত হওয়ার সময় তিনি নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন। তিনিসহ আরও তিনজন এই কিশোরদেরকে হামলাকারী গ্যাং বলে মনে করেছিলেন। ফলে তারা ওই কিশোরদের ওপর গুলি চালিয়েছিলেন। সে সময় আদালতে তাদের দোষী সাব্যস্ত করে ৪৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

গত বৃহস্পতিবার তার নির্দোষিতার ঘোষণা দেন জেলা অ্যাটর্নি জর্জ গ্যাসকোন। তিনি জানান, গত ফেব্রুয়ারিতে সালদানার মামলার তদন্ত শুরু হয়েছিল। অবশ্য ২০১৭ সালেই অপর এক অভিযুক্ত জানিয়েছিল, ড্যানিয়েল এ অপরাধের সঙ্গে যুক্ত ছিল না। এমনকি ওই ঘটনার সময় সে ঘটনাস্থলেই উপস্থিত ছিল না। কিন্তু বিষয়টি সে সময় যথাযথভাবে উপস্থাপিত হয়নি।

অবশেষে এ বছরের ফেব্রুয়ারিতে বিষয়টি নিয়ে পুনঃতদন্ত শুরু হয় এবং সম্প্রতি তিনি নির্দোষ প্রমাণিত হন। বর্তমানে ৫৫ বছর বয়সী ড্যানিয়েল বলেন, মুক্তি পেয়ে আমি অনেক অনেক খুশি। এই দিনটির জন্য আমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলাম। অবশেষে সেই দিনটি এলো। আমি মুক্তি পেয়েছি।

জেলা অ্যাটর্নির অফিস এক বিবৃতিতে জানায়, প্রমাণগুলোর পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার পর আমরা সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, ড্যানিয়েল সালদানা একজন নির্দোষ ব্যক্তি। তাকে ভুলভাবে দোষী সাব্যস্ত করা হয়েছিল। তারা বলেন, একজন ডেপুটি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির ভুলের কারণে ড্যানিয়েল কারাদণ্ড ভোগ করেছেন। তিনি একটু সতর্ক হলে সে আরও ছয় বছর আগেই মুক্তি পেতে পারত।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.