আর্জেন্টিনায় আদালতের শুনানিতে রোহিঙ্গারা

প্রতীকী ছবি

মিয়ানমারের কয়েকজন রোহিঙ্গা গত বুধবার প্রথমবারের মতো আর্জেন্টিনার আদালতে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য উপস্থাপন করেন বলে একজন অ্যাক্টিভিস্ট বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন।

মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে আর্জেন্টিনায় বিচার বিভাগীয় তদন্ত চলছে।

যুক্তরাজ্যভিত্তিক বার্মিজ রোহিঙ্গা অর্গানাইজেশন ইউকের প্রেসিডেন্ট মাউং তুন খিন জানান, শুনানির সময় বাইরের কাউকে উপস্থিত থাকতে দেওয়া হয়নি। এটি ‘বার্মার সবার জন্য একটি ঐতিহাসিক দিন’ বলেও মন্তব্য করেন তিনি।

অবশ্য ‘নিরাপত্তাজনিত কারণে’ শুনানিতে উপস্থিতদের সংখ্যা ও পরিচয় জানাননি তুন খিন।

তবে আরেক সূত্রে জানা গেছে, শুনানি ১৩ জুন পর্যন্ত চলতে পারে। প্রায় আধ ডজন ব্যক্তি এতে অংশ নিতে পারেন।

২০২১ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সেনাদের অপরাধ বিষয়ে তদন্ত শুরু করে আর্জেন্টিনা। ঐ বছর বাংলাদেশে শরণার্থী হিসেবে বাস করা ছয় রোহিঙ্গা নারী অনলাইন শুনানিতে অংশ নিয়েছিলেন। তারা যৌন নিপীড়ন এবং শাসকগোষ্ঠীর অত্যাচারে পরিবারের সদস্যদের নিহত হওয়ার কথা জানিয়েছিলেন।

আর্জেন্টিনার বিভিন্ন আদালত অতীতে ‘ইউনিভার্সাল জুরিসডিকশন’ নীতির আওতায় দেশের বাইরের বিভিন্ন মামলা, বিশেষ করে স্পেনে ফ্রান্সিসকো ফ্রাংকো সরকারের অপরাধ সংক্রান্ত মামলা পরীক্ষা করতে সম্মত হয়েছে।

‘ইউনিভার্সাল জুরিসডিকশন’ নীতির আওতায় মারাত্মক অপরাধ করা ব্যক্তিদের (জাতীয়তা যে দেশেরই হোক বা অপরাধ যেখানেই সংঘটিত হোক না কেন) বিচার করা সম্ভব।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.