জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্প

জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইডো প্রশাসনিক অঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। উরুকাওয়া উপকূলের কাছে সাগরবক্ষের ৮৭ মাইল গভীরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল বলে জাপানের আবহাওয়া বিভাগ জানিয়েছে। এ বিষয়ে কোনো সুনামি সতর্কতা জারি হয়নি।

খবরে বলা হয়, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫৪ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের কারণে ট্রেনস্টেশন, যাত্রী ছাউনির মতো কিছু অবকাঠামো কাঁপতে থাকার ভিডিও ফুটেজ স্থানীয় অধিবাসীরা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া এ ভূমিকম্পে ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য মেলেনি।

এর আগে সকালে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়। স্থানীয় সময় রাত ২টার দিকে ঘটে যাওয়া এ ভূমিকম্প ২ মিনিটের মতো স্থায়ী ছিল বলে একটি অসমর্থিত সূত্র জানিয়েছে। জোহানেসবার্গসহ কয়েকটি শহরে এ ভূমিকম্প অনুভূত হওয়ার কথা জানা গেছে।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.