হাইব্রিড মডেলেই হচ্ছে এশিয়া কাপ!

এশিষা কাপ ট্রফি

ভারতের অনাগ্রহের কারণে শঙ্কার মুখে পড়ে গিয়েছিল আসন্ন এশিয়া কাপ। যদিও শেষ পর্যন্ত আলোর মুখ দেখতে যাচ্ছে এশিয়ার বিশ্বকাপ খ্যাত টুর্নামেন্টটি। পাকিস্তানের দেওয়া হাইব্রিড মডেলের প্রস্তাব মেনেই অনুুষ্ঠিত হচ্ছে এবারের এশিয়া কাপ। সেক্ষেত্রে এশিয়া কাপে পাকিস্তানের যৌথ আয়োজক হতে যাচ্ছে শ্রীলঙ্কা। এমনটাই জানিয়েছে ক্রিকেটভিত্তিক প্রচারমাধ্যম ক্রিকইনফো।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পাকিস্তানের মাটিতে। সেখানে বাঁধ সাধে বোর্ড ফর ক্রিকেট কন্ট্রোল অব ইন্ডিয়া, বিসিসিআই। রাজনৈতিক অস্থিরতার কারণে পাকিস্তানের মাটিতে খেলতে অস্বীকৃতি জানায় বিসিসিআই। এশিয়া কাপের পরিবর্তে পাঁচ দলের সিরিজ আয়োজনের প্রস্তাব দেয় বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডটি।

বিসিসিআই অস্বীকৃতি জানানোয় পাল্টা হুমকি দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড, পিসিবি। সংস্থাটি জানায়, ভারতীয় দল এশিয়া কাপ খেলতে না এলে তারাও আসন্ন ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ বর্জন করবে। এমতাবস্থায় এশিয়া কাপ নিয়ে ঘোর অনিশ্চয়তার তৈরি হয়।

অনিশ্চয়তার এক পর্যায়ে ভারতকে এশিয়া কাপের হাইব্রিড মডেলের প্রস্তাব দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই মডেল অনুযায়ী, এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চের আয়োজনের দায়িত্ব থাকবে পাকিস্তানের হাতেই। শুধুমাত্র ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ কোনো ভেন্যুতে অনুষ্ঠিত হবে। শুরুতে আগ্রহ দেখালে পরবর্তীতে এই প্রস্তাব থেকেও মুখ ফিরিয়ে নেয় বিসিসিআই।

যদিও শেষ পর্যন্ত পাকিস্তানের দেওয়া হাইব্রিড মডেল মেনেই এশিয়া কাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ক্রিকেটের অভিভাবক সংস্থা, এসিসি। এমনটাই দাবি করেছে ক্রিকইনফো। বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, বিষয়টি নিয়ে আগামী ১৩ জুন আনুষ্ঠানিক ঘোষণা দেবে এসিসি।

যথারীতি এশিয়া কাপের পর্দা উঠবে ১ সেপ্টেম্বর। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৭ সেপ্টেম্বর। হাইব্রিড মডেল অনুযায়ী, ভারত ছাড়া গ্রুপ পর্বে নিজেদের বাকি ম্যাচগুলো লাহোরে খেলবে পাকিস্তান। ভারত এবং টুর্নামেন্টের ফাইনালসহ বাকি ম্যাচগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.