পাকিস্তানে প্রবল ঝড়ে ২৭ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুন খোয়া প্রদেশে প্রবল ঝড়ে ঘরবাড়ি ধসে অন্তত ২৭ জন মারা গেছেন। আহত হয়েছেন ১৪৫ জন। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ রোববার এ কথা জানিয়েছে। খবর এএফপির।

কর্মকর্তারা জানান, খাইবার পাখতুন খোয়ার চার জেলায় গত শনিবার রাতে ঝড়ের তাণ্ডব চলে। প্রদেশের বান্নু জেলায় ৫ ভাইবোনসহ অন্তত ১৫ জনের প্রাণহানি এবং আরও ১০০ জন আহত হয়েছেন। এ ছাড়া লাক্কি মারওয়াত জেলায় পাঁচজনের প্রাণহানি এবং ৪২ জন আহত হয়েছেন। কারাক জেলায় চারজন এবং দেরা ইসমাইল খান জেলায় একজনের প্রাণহানি ও দুজন আহত হয়েছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ প্রাকৃতিক দুর্যোগে মানুষের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী দুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রম চালাতে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও স্থানীয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.