রাজনৈতিক স্থিতিশীলতার বিকল্প নেই: জাকের পার্টির মহাসচিব

জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার বলেছেন, ‘নানামুখী সংকটের চ্যালেঞ্জ মোকাবিলায় রাজনৈতিক স্থিতিশীলতার বিকল্প নেই। আমাদের ভালো আমাদেরই বুঝতে হবে। আমাদের উন্নয়ন আমাদেরই করতে হবে। ব্যক্তিস্বার্থ, দলীয় স্বার্থে রাজনৈতিকভাবে দেশকে অস্থিতিশীলতার মুখে ঠেলে দেওয়া কোনোভাবেই দেশপ্রেমের পরিচয় হতে পারে না।’

সোমবার সকাল ও বিকেলে কুড়িগ্রাম-১ এবং কুড়িগ্রাম-২ আসনে জাকের পার্টির এমপিপ্রার্থী বাছাইয়ের লক্ষ্যে আয়োজিত আসনভিত্তিক পৃথক পৃথক কাউন্সিলে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

কাউন্সিলে জাকের পার্টি, সহযোগী সংগঠন, মহিলাফ্রন্ট, ছাত্রীফ্রন্টের স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এবং গণ্যমান্য ব্যক্তি নিজের পছন্দের প্রার্থী বাছাইকল্পে ভোটদান করেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনে ৩০ প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে জাকের পার্টি আসনভিত্তিক কাউন্সিল কর্মসূচি শুরু করেছে গত ১০ জুন।

কাউন্সিলে জাকের পার্টির মহাসচিব বলেন, ‘জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল যুগান্তকারী একটি সিদ্ধান্ত নিয়েছেন। সম্ভাব্য সংকট মোকাবিলা, গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখা, রাজনৈতিক স্থিতিশীলতার গুরুত্ব জনগণের মাঝে তুলে ধরা এবং জনগণকে সতর্ক ও সজাগ রাখার ব্যাপারে চলমান কাউন্সিল কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

শামীম হায়দার বলেন, ‘মোস্তফা আমীর ফয়সল বহু সম্প্রদায়ের বহু সাম্প্রদায়িক সম্প্রীতির আধুনিক ও মানবিক গতিশীল বাংলাদেশ চান। সে লক্ষ্যে দেশপ্রেমিক সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

কাউন্সিলে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা জাকের পার্টি সভাপতি মো. সাহেব আলী। কাউন্সিলে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জাকের পার্টির কেন্দ্রীয় নেতা শেখ নজরুল ইসলাম লিটন, মুফতী শরীফুল ইসলাম সাঈফী, মুফতী মাসুম বিল্লাহ, নজরুল ইসলাম, মোর্শেদ হাসান জামাল, রশিদ হাওলাদার, দেলোয়ার হোসেন,কৃষক মহিউদ্দীন, বিপ্লব বনিক, মুফতী কাউসার আহমেদ চাঁদপুরী প্রমুখ। 

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.