বিপদসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত

গত কয়েক দিনের ভারি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সোমবার নেত্রকোনার কলমাকান্দায় উব্দাখালী নদীর পানি বিপদসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। এতে উপজেলার নিম্নাঞ্চলের রাস্তাঘাট ও ৫০টির বেশি বিদ্যালয়ের মাঠ পানিতে তলিয়ে গেছে। ফলে ওই এলাকার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। 

তবে মহাদেও, বৈঠাখালী, মঙ্গলেশ্বরী ও গণেশ্বরীর নদীর পানি কমতে শুরু করেছে। 

এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সোমবার দুপুরে উপজেলার নয়াপাড়া এলাকায় অসহায় মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। এসময় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, উপজেলা চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার, উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো. শহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, আফরোজা বেগম ও উপজেলা প্রকৌশলী শুভ্রদেব চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন। 

উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহানারা খাতুন জানান, উপজেলায় ১৭২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩৫টির মাঠে পানি ঢুকেছে। তাছাড়া ৫৪টি বিদ্যালয় বন্যা আগাম দুর্যোগ মোকাবেলায় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়েছে। 

উপজেলা প্রকৌশলী শুভ্রদেব চক্রবর্তী বলেন, এ উপজেলার কাঁচা-পাকা ১০-১৫টি রাস্তা পানিতে তলিয়ে গেছে

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.