ইসিতে আয়-ব্যয়ের হিসাব দেয়নি ২২ দল

ছবি: সংগৃহীত

নিবন্ধিত ৪২টি দলের মধ্যে ২২টি ২০২২ সালের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দেয়নি। আওয়ামী লীগ, বিএনপিসহ ২০টি দল নির্ধারিত সময়ে হিসাব জমা দিয়েছে। ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে।

রাজনৈতিক দল নিবন্ধন আইন অনুযায়ী, প্রতিবছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে দাখিল করতে হয়। কোনো দল পর পর তিন বছর হিসাব জমা না দিলে তার নিবন্ধন বাতিল করতে পারে নির্বাচন কমিশন। ইসির এক কর্মকর্তা জানান, কয়েকটি দল সময় বাড়ানোর আবেদন করেছে। সেগুলো কমিশনের কাছে উত্থাপন করা হবে। সময় বাড়বে কিনা, এ সিদ্ধান্ত নেবে কমিশন।

আয়-ব্যয়ের হিসাব জমা না দেওয়া দলগুলোর মধ্যে রয়েছে– কৃষক শ্রমিক জনতা লীগ, গণতন্ত্রী পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি, গণফোরাম, সাম্যবাদী দল (এমএল), জাসদ, জেএসডি, বাসদ, তরীকত ফেডারেশন, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), কংগ্রেস, তৃণমূল বিএনপি, কল্যাণ পার্টি, মুসলিম লীগ (বিএমএল), সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট), ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), জাতীয় পার্টি (বিজেপি), গণফ্রন্ট, ইনসানিয়াত বিপ্লব ও জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ)।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.