তিন জঙ্গী আস্তানা থেকে ৯৫ ডেটোনেটরসহ বিস্ফোরক-অস্ত্র-গুলি উদ্ধার

কুলাউড়া উপজেলার পাহাড়ি টিলায় তিনটি জঙ্গি আস্তানায় বিপুল গোলাবারুদ উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। মঙ্গলবার (১৫ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন ইউনিট প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান।

মৌলভীবাজার পুলিশ লাইনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, জনতার হাতে আটক ১৭ জঙ্গিকে সঙ্গে নিয়ে অভিযানের সময় তিনটি পাহাড়ি আস্তানা থেকে ৯৫টি ডেটোনেটর, ৫ কেজি বিস্ফোরক, ১৪টি পিস্তলের গুলি, রামদা ও নগদ ২ লাখ টাকা উদ্ধার করে সিটিটিসি।

সোমবার ১৪ আগস্ট রাতে জঙ্গিদের জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্য অনুযায়ী দুর্গম পাহাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের পূর্ব টাট্টিউলী গ্রামের ওই জঙ্গি আস্তানা এলাকায় আরও আস্তানা রয়েছে এমন সন্দেহে অভিযানে নামে সিটিটিসি। আটককৃত সবাই নতুন জঙ্গি সংগঠন ‘ইমাম মাহমুদ কাফেলা’র সদস্য। তিনি আরও বলেন, আপাতত পাহাড়ি এলাকার অভিযান সমাপ্ত। আটকদের আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন। নতুন তথ্য বের হলে আবার ওই এলাকায় অভিযান চালানো হবে।

মৌলভীবাজার জেলা পুলিশ আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পুলিশ সুপার  মো. মনজুর রহমান পিপিএম (বার) ও কাউন্টার টেরিরিজম ইউনিটের সহকারী পুলিশ কমিশনার সফিক, মৌলভীবাজারে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুদর্শন কুমার রায়, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সিটিটিসি সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৭ টার দিকে আটককৃত ১৭ জঙ্গির মধ্যে ৩ জনকে নিয়ে ওই এলাকায়  অভিযানে যায় কাউন্টার টেরোরিজম ইউনিট। অভিযানে মৌলভীবাজার জেলা পুলিশ সার্বিক সহযোগিতা করে। প্রথমে কালাপাহাড়সহ কয়েকটি পাহাড়ি এলাকায় অভিযান চালানো হয়। দুপুর ২টার দিকে অভিযান শেষ হয়। অভিযানের নেতৃত্ব দেন কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মোহাম্মদ আসাদুজ্জামানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.