চট্টগ্রামে ১০ হাজার কেজি অবৈধ চা জব্দ, ২ লাখ টাকা জরিমানা

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে চা ব্যবসার বৈধ লাইসেন্স না থাকা, নিলাম বহির্ভূত চা ক্রয়, অবৈধ ট্রেড মার্ক ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে প্যাকেটজাতের অপরাধে একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার নগরীর হালিশহর এলাকার রাজধানী ফুড প্রডাক্ট নামে প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করেন চা বোর্ডের ভ্রাম্যমাণ আদালত। এ সময় নিলাম বহির্ভূতভাবে ক্রয়কৃত ১০ হাজার কেজি (২০০ বস্তা) চা ট্রাক থেকে আনলোড করার সময় হাতেনাতে জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন চা বোর্ডের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন। তিনি বলেন, ‘চা বোর্ডের লাইসেন্স না নিয়ে নকল প্যাকেট ও ব্রান্ড নাম ব্যবহার করে অবৈধভাবে ব্যবসা করছে চট্টগ্রামের বেশ কিছু প্রতিষ্ঠান। এছাড়া কালোবাজার থেকে চা কিনে অস্বাস্থ্যকর পরিবেশে প্যকেটজাত করে চা বিক্রি করছে কিছু অসৎ ব্যবসায়ী। এসব নানা ধরণের অনিয়ম প্রতিরোধে চা বোর্ড মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হালিশহর এলাকার রাজধানী ফুড প্রডাক্ট নামক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে নিলাম বহির্ভূতভাবে ক্রয়কৃত ১০ হাজার কেজি চা ট্রাক থেকে আনলোড করার সময় হাতেনাতে জব্দ করা হয়েছে। প্রতিষ্টানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও প্রতিষ্ঠানটি ৩টা ব্রান্ডের নামে ১৪ ধরনের প্যাকেটে অবৈধভাবে চা বাজারজাত করছিল। জরিমানার পাশাপাশি সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। এ ধরণের অভিযান চলমান থাকবে।

অভিযানে বাংলাদেশ চা বোর্ডের বিপণন কর্মকর্তা আহসান হাবিব, সহকারী পরিচালক আব্দুল্লাহ আল বোরহান এবং হালিশহর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.