বিদেশিরা কে কী বলল, তাতে কিছু যায় আসে না: কৃষিমন্ত্রী

ছবি: সংগৃহীত

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করবে। দেশে একটি গ্রহণযোগ্য ভোট করতে নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা করা হবে। তৃণমূল পর্যায়ে আমাদের শিকড় আছে। বিদেশিরা কে কী বলল তাতে আমাদের কিছু যায় আসে না।

আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে রোববার টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় দলের জনসভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, আলু, পেঁয়াজ, রসুনের মতো পণ্যের দাম নির্ধারণ হয় আবাদের ওপর। গত বছর চাষিরা আলু বিক্রি করতে পারেননি। এতে আলুর আবাদ কম হওয়ায় দাম বেড়েছে। এ ছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে তেল ও সারের দাম বৃদ্ধি এবং রাজনৈতিক অস্থিরতায় কিছু পণ্যের দাম বেড়েছে।

পরে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য নাগরপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেন।

দলের উপজেলা সহসভাপতি আনিছুর রহমান আনিছের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুর রহমান খান ফারুক, সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের এমপি, আহসানুল ইসলাম টিটু এমপি, আতাউর রহমান খান এমপি, ছানোয়ার হোসেন এমপি, তানভীর হাসান ছোট মনির এমপি, হাসান ইমাম খান সোহেল হাজারী এমপি, খান আহমেদ শুভ এমপি, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশিদ মামুন প্রমুখ।

তবে দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে জনসভায় উপস্থিত ছিলেন না উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ একটি পক্ষ।

পরে কৃষিমন্ত্রী ধনবাড়ী উপজেলায় বঙ্গবন্ধু মডেল গ্রামের সুবিধাভোগীদের মধ্যে ঋণের চেক বিতরণ এবং মুশুদ্দি আফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করেন। এ উপলক্ষে সমাবেশে সভাপতিত্ব করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আসলাম হোসাইন।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.