গুলবাগে যুবলীগকর্মীকে কুপিয়ে জখম

ছবি: সংগৃহীত

রাজধানীর মালিবাগের গুলবাগ এলাকায় ইয়াছিন রহমান জয় নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। তিনি যুবলীগ কর্মী বলে জানা গেছে।

শাহজাহানপুর থানার ওসি হাফিজুর রহমান বলেন, কিছুদিন আগে জুনিয়রদের দুটি পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। এর নিষ্পত্তি করতে এগিয়ে আসেন জ্যেষ্ঠরা। পরে তারাও দুই পক্ষে অবস্থান নিয়ে বিরোধে জড়ান। এরই মধ্যে সানজিদের গ্রুপ সিয়াম নামের প্রতিপক্ষের এক ছোট ভাইকে মারধর করে। খবর পেয়ে জয় গুলবাগ ক্লাব মসজিদের সামনে যান। তখন সানজিদের লোকজন তাঁকে কুপিয়ে জখম করে। 

ওসি জানান, সানজিদ নিজেকে যুবলীগের ১২ নম্বর ওয়ার্ড শাখার নেতা হিসেবে পরিচয় দেন। এ ঘটনায় আহত যুবকের বাবা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। তাঁর দেওয়া অভিযোগ অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে পুলিশ। তবে ঘটনার পর থেকেই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা শুরু হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

আহত জয়ের বন্ধু সাহাবুদ্দিন হোসেন সাকিব জানান, সিয়ামকে মারধরের ঘটনায় তাঁর কয়েকজন বন্ধু এর প্রতিবাদ করে। তখন সানজিদ ও তাঁর লোকজনের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি হয়। এক পর্যায়ে তারা ফোন করে জয়কে বিষয়টি জানায়। রাত সোয়া ১০টার দিকে সেখান যান জয়। সানজিদ, সুমন, মামুন, রাহাত ও আল আমিন তাঁকে রামদা দিয়ে কোপান বলে দাবি করেন সাকিব। 

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, জয়ের পিঠে ও ডান পায়ে ধারালো অস্ত্রের জখম রয়েছে। তাঁর প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.