রাশিয়া নিয়ন্ত্রিত মেলিতোপোল শহরে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা

রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের মেলিতোপোল শহর। ফাইল ছবি: রয়টার্স

রাশিয়া নিয়ন্ত্রিত মেলিতোপোল শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। স্থানীয় সময় গতকাল শনিবার সন্ধ্যায় এই হামলা চালানো হয়। হামলায় দুজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। খবর আল-জাজিরার।

মেলিতোপোল শহরের অবস্থান ইউক্রেনের জাপোরিঝঝিয়া অঞ্চলে। গত সেপ্টেম্বরে জাপোরিঝঝিয়াসহ ইউক্রেনের খেরসন, দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলকে গণভোটের মাধ্যমে রুশ ফেডারেশনের সঙ্গে যুক্ত করা হয়। তবে রাশিয়ার ওই পদক্ষেপ মেনে নেয়নি কিয়েভ।

গতকালের হামলায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন জাপোরিঝঝিয়ায় মস্কোর নিয়োগ দেওয়া গভর্নর ইয়েভগেনি বালিতস্কি। বার্তা আদানপ্রদানের অ্যাপ টেলিগ্রামে তিনি বলেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনীয়দের ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পেরেছে। আর চারটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

ইয়েভগেনি বালিতস্কি বলেন, মেলিতোপোলে হামলা হিমার্স ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইউক্রেন। হামলায় শহরের একটি বিনোদনকেন্দ্র ধ্বংস হয়েছে। সেখানে অনেকেই রাতের খাবার খাচ্ছিলেন।

টেলিগ্রামে আলাদাভাবে হামলার তথ্য জানিয়েছেন মেলিতোপোলের নির্বাসিত মেয়র ইভান ফেদোরভ। হামলায় ‘অনুপ্রবেশকারীরা’ নিহত হয়েছেন বলে দাবি করেছেন তিনি। ফেদোরভ বলেন, গতকাল একটি চার্চে হামলা চালানো হয়েছে। সেটিকে আড্ডা দেওয়ার স্থানে পরিণত করেছিল রাশিয়ার লোকজন।

এদিকে দক্ষিণ খেরসনে রুশ বাহিনীর গোলা হামলায় দুজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন অঞ্চলটির গভর্নর ইয়ারোস্লাভ ইয়ানুশেভিচ। টেলিগ্রামে তিনি জানিয়েছেন, শনিবার কামান, রকেট উৎক্ষেপণ ব্যবস্থা, মর্টার ও ট্যাংক ব্যবহার করে হামলা চালায় রাশিয়া। এতে একটি হাসপাতালে প্রসূতি বিভাগ, একটি ক্যাফে ও একটি আবাসিক ভবনের ক্ষতি হয়েছে।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.