নির্বাচনের আগে বৈধ অস্ত্র জমা না দিলে ব্যবস্থা নেওয়া হবে: ডিবিপ্রধান

ফাইল ছবি

নির্বাচনের আগে বৈধ অস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা না দিলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত কমিশনার মো. হারুন অর রশীদ। আজ সোমবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ডিএমপির গোয়েন্দাপ্রধান হারুন বলেন, শিগগিরই নির্দেশ দেওয়া হবে, যাদের বৈধ অস্ত্র রয়েছে তাঁরা যেন সেগুলো থানায় জমা দেন। কেউ যদি নির্দেশ অমান্য করে বা তাঁদের বৈধ অস্ত্রগুলো জমা না দেন, তবে এটা একধরনের অপরাধ হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের অবশ্যই গ্রেপ্তার করবেন এবং তাঁদের অস্ত্র নিয়ে আসবেন। তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হবে। 

হারুন আরও বলেন, ‘নির্বাচনের আগে আমাদের বিশেষ অভিযান চলছে। আমাদের কাছে খোঁজ আসছে, অনেকে এসব অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে এবং হুমকি দিচ্ছে। এটাও আইনের দৃষ্টিতে অপরাধ। আমরা তাদের গ্রেপ্তার করব।’

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.