বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার ইসলামপুরের কালামগছ সীমান্তে ভারতের অভ্যন্তরে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এর আগে মঙ্গলবার রাতে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত আক্কাস আলী (৩৫) তিরনইহাট ইউনিয়নের ধামনাগছ গ্রামের আবদুস সামাদের ছেলে। তিনি পেশায় গরু ব্যবসায়ী ছিলেন বলে জানিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে ইসলামপুর সীমান্তের মেইন পিলার ৪৪৬-এর ৪ নম্বর সাব-পিলার এলাকায় কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। সকালে আক্কাসের নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। পরে সেটি নিয়ে যায় বিএসএফ। খবর পেয়ে পঞ্চগড়-১৮ বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠক আহ্বান করা হয়।

ইউপি চেয়ারম্যান আলমগীর বলেন, আক্কাস আলী দুই সন্তানের পিতা। তিনি শালবাহান হাটে গরুর ব্যবসা করতেন। 

তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু সাঈদ চৌধুরী বলেন, ঘটনাটি সীমান্তের ওপারে ঘটেছে। তাই আমরা বিস্তারিত জানি না। শুনেছি, বিএসএফ এক বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেছে।

পতাকা বৈঠক শেষে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল যুবায়েদ হাসান বলেন, পতাকা বৈঠকে ওই ব্যক্তির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে বিএসএফ। তারা দাবি করেছে, সীমান্তের কাঁটাতারের বেড়া কাটার সময় বিএসএফ এগিয়ে গেলে এক দল চোরাকারবারি তাদের ওপর আক্রমণ করে। এ সময় তারা আত্মরক্ষার্থে গুলি চালায়। পরে একজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করে। স্থানীয় আইনি প্রক্রিয়া শেষে লাশটি বাংলাদেশে হস্তান্তর করা হবে।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.