অগ্নি সন্ত্রাস করলে বিএনপির হাত গুড়িয়ে দেওয়া হবে: শেখ হেলাল

খুলনা বিভাগীয় আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন শেখ হেলাল উদ্দিন। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর চাচাতো ভাই ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন বলেছেন, স্বাধীনতাবিরোধী বিএনপি-জামায়াত বাংলাদেশকে পেছনে ফিরিয়ে নিতে নানা ষড়যন্ত্র করছে। একাত্তরের পরাজিত শত্রুরা এক হয়ে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায়। তাদের এই চক্রান্ত দেশের জনগণ মেনে নেবে না। আবার যদি অগ্নি সন্ত্রাস করা হয়, বিএনপি-জামায়াতের সেই হাত গুড়িয়ে দেওয়া হবে।

বৃহস্পতিবার খুলনা বিভাগীয় আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগামী ৯ নভেম্বর প্রধানমন্ত্রীর খুলনায় আগমন এবং সার্কিট হাউজ মাঠের জনসভা সফল করতে বিভাগের ১০ জেলার শীর্ষ নেতাদের নিয়ে এই সভার আয়োজন করা হয়। 

খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাসিম। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক ও এস এম কামাল হোসেন, আওয়ামী লীগের উপদেষ্টা অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক। 

প্রধান অতিথির বক্তব্যে শেখ হেলাল বলেন, আগামী ৯ নভেম্বর প্রধানমন্ত্রীর জনসভার পর বিএনপি-জামায়াতের অপরাজনীতি চিরতরে বন্ধ হয়ে যাবে। ওই দিন খুলনার রূপসা থেকে ফুলবাড়ী গেট পর্যন্ত মানুষের ঢল নামবে। এই ঢলে ভেসে যাবে বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্র।

তিনি বলেন, ৯ নভেম্বরের জনসভা বাংলাদেশে একটি দৃষ্টান্ত স্থাপন করবে। ৭ মার্চের জনসভার পর দেশে এটাই হবে দ্বিতীয় বৃহত্তম জনসভা। তাই এ জনসভাকে সফল করতে সর্বাত্মক প্রস্তুতি নিতে নেতাদের নির্দেশনা দেন তিনি।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুজিত অধিকারীর যৌথ পরিচালনায় সভায় বক্তব্য দেন বাগেরহাট জেলা আওয়ামী লীগ সভাপতি শেখ কামরুজ্জামান টুকু, খুলনা জেলা আওয়ামী লীগ শেখ হারুনুর রশীদ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আমিরুল আলম মিলন, যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যশোর-৬ আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার, খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ, খুলনা-১ আসনের সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস, খুলনা-৪ আসনের সংসদ সদস্য আবদুস সালাম মুর্শিদী,  খুলনা-৬ আসনের সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু, ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আবদুল হাই, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগর টগর, নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল আলম মুক্তি প্রমুখ।

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.